নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ৩০শে আগস্ট, ২০২৫। পাহাড় শব্দটার মধ্যেই লুকিয়ে আছে ছুটির আমেজ। কতই না ছবিই ভেসে ওঠে মনে। দার্জিলিং মেলে চেপে কয়েকদিন ছুটি কাটিয়ে আসা। দার্জিলিং থেকে সাত সকালে কাঞ্চনজঙ্ঘা দেখা আবার কখনও সেবকের রাস্তা ধরে সিকিম। আঁকাবাঁকা রাস্তা, ঝিরঝিরে ঝর্ণা, পাখির ডাক, কুয়াশা ঢাকা সবুজ আর পাহাড়ের বুক চিরে বইতে থাকা নদী। ঠান্ডার আমেজ নিতে হাজার হাজার দক্ষিণবঙ্গবাসী পাড়ি দেন পাহাড়ে। লম্বা ছুটি হোক আর লং উইকেন্ড মানেই বাঙালির ডেস্টিনেশন পাহাড়। আর এখন শুধু উত্তরবঙ্গ আর সিকিম কেন বাঙালির ডেস্টিনেশন হিমাচল, কাশ্মীর, উত্তরাখন্ড। আর সেই সব পাহাড় এ বছর যেন ভেসে যাচ্ছে, থামছে না বৃষ্টি। বাড়ছে জল। বিপদ সীমার ওপরে বইছে তিস্তা থেকে ঝিলম। কেন এই দশা দেশজুড়ে হিমালয়ের? দিকে দিকে বিপর্যয় মেঘভাঙা বৃষ্টি ও হড়পা বানের জেরে ভাসছে হিমাচলের বিস্তীর্ণ অঞ্চল, ভাসছে জম্মু ও কাশ্মীরের ডোডা, একই ছবি সিকিমের জাতীয় সড়কের আর উত্তরকাশীর। কেন বছর বছর বাড়ছে বৃষ্টি? কেন বাড়ছে পাহাড়ে ধস? পাহাড় কী আর আমাদের বেড়াতে যাওয়ার জায়গা থাকবে না? কী হবে উত্তরভারত থেকে উত্তরবঙ্গের হাজার হাজার বাসিন্দাদের? প্রতি বছর বর্ষা আসা মানেই সিঁদুরে মেঘ দেখবেন তাঁরা? হিমালয়ের আজ এই পরিস্থিতির পিছনে দায়ী কারা? কী ভবিষ্যত হিমালয়ের? সেই উত্তর খুঁজতেই বিশেষজ্ঞদের মতামত সহ TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘হড়পা-গ্রাসে হিমালয়’। ৩১ অগাস্ট ২০২৫, রবিবার রাত ১০ টায়।
TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘হড়পা-গ্রাসে হিমালয়’….।

More from GeneralMore posts in General »
- সুন্দরবনে ড্রোনের মাধ্যমে তাজা মাছ এবার পৌঁছে যাবে শহরে, উন্নয়নের নতুন দিগন্ত খুলে যাবে…।
- সুন্দরবনের উৎপাদিত দ্রব্য বিশ্ববাজারে পৌঁছে দিতে উদ্যোগ ন্যাশানাল স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের….।
- দুষ্কৃতীদের তান্ডবের প্রতিবাদে প্রথম আলোর সাংবাদিকরা আজ রাস্তায়….।
- India’s Protein Awakening: How 2025 Redefined Everyday Nutrition….
- কবাডিতে বিশ্বসেরা ভারতের মেয়েরা….।
- বিধাননগরের বিভিন্ন প্রান্তের নাগরিকদের নিয়ে অনুষ্ঠিত হল সিটিজেনস মিট….।





Be First to Comment