নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ২২শে ফেব্রুয়ারি, ২০২৫। আক্রান্ত বঙ্গবন্ধু। বুলডোজার চলল বঙ্গবন্ধুর ধানমন্ডি ৩২-এর বাড়িতে। হাসিনার দেশ ছাড়ার পর থেকেই ইতিহাসকে বদলে ফেলার কাজ চলছে। আক্রান্ত সংখ্যালঘুরাও। বিচারের নাম চলছে প্রহসন। এই পরিস্থিতিতে ছাড় পেল না ভাষা দিবসও। কুমিল্লায় ভাষা শহিদদের স্মরণে নির্মিত মিনার গুঁড়িয়ে দিল উন্মত্ত জনতা। এর আগে বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হয়েছে বাহান্নর ভাষা আন্দোলনের আঁতুড়ঘর নারায়ণগঞ্জের বায়তুল আমান ভবন। মুহাম্মদইউনূসের বাংলাদেশে আজ বাংলা ভাষা আক্রান্ত। পাকিস্তানের প্রেমে মজে ক্রমশ উর্দুকে চাপিয়ে দিচ্ছে তত্ত্বাবধায়ক সরকার। সাত দশক পরে আবার বিপন্ন বাংলা ভাষা। মাথা চাড়া দিচ্ছে মৌলবাদ। কিন্তু একদিন এই একুশে ফেব্রুয়ারিতেই স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখছিল কোটি কোটি বাঙালি। মুক্তিযুদ্ধের পথ দেখিয়েছিল ভাষা আন্দোলন। বাংলাদেশ কি সেই আন্দোলনের ইতিহাস সমেত মুছে ফেলতে চাইছে বাংলাভাষাকে? উত্তর খুঁজতে বিশেষজ্ঞদের মতামত সহ TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘রক্তরাঙা বাংলাভাষা’। ২৩ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার রাত ১০ টায়।
TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘রক্তরাঙা বাংলাভাষা’….।

More from GeneralMore posts in General »
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘দিঘায় এল জগন্নাথ….।
- বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনাচক্র ও কলম সৈনিক সন্মাননা প্রদান….।
- পেহেলেগাঁও ঘটনার প্রতিবাদ ও সম্প্রীতির বাতাবরণ বজায় রাখতে মৌন মিছিল….।
- রেডওয়াইন এন্টারটেনমেন্ট’ পরিচালিত এবং বসাক ইন্টিরিয়র’ নিবেদিত দ্বিতীয় ‘বঙ্গ পুরুষ সম্মান অনুষ্ঠিত হল…।
- নিহিলেন্ট ঘোষণা করল এমোস্কেপ – নতুন যুগের ইমোশন এআই ইঞ্জিন যা প্রাচীন জ্ঞান দ্বারা উদ্বুদ্ধ হয়েছে….।
- Dabur Glucose launches ‘Energize India’ Campaign to promote Young Athletes in West Bengal….
Be First to Comment