নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ১০ই আগস্ট, ২০২৫। ৯ অগাস্ট ২০২৪। আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ঘটে গিয়েছিল এক নক্কারজনক ঘটনা। শহর তিলোত্তমার বুকে ডিউটি চলাকালীন অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার হল জলজ্যান্ত এক তিলোত্তমার দেহ। সরকারি হাসপাতলে ডাক্তার পড়ুয়াকে সেদিন খুন ও ধর্ষণের শিকার হতে হয়েছিল। তারপর গতবছর স্বাধীনতা দিবসের রাতে এ রাজ্যের আপামর জনগণ পথে নামেন। শাসককে প্রশ্ন ছুঁড়ে দেন, স্বাধীনতা কি সেই সব হায়নাদের যারা রক্তের গন্ধে ঘুরে বেড়ায় শহরজুড়ে? যারা একটি ফুলের মত নারীকে দুমড়ে মুচড়ে ফেলে দেয় মৃত্যুর মুখে? যারা সেই জঘন্য অপরাধকে লুকোতে রাজনীতি আর প্রশাসনকে ব্যবহার করে এক নোংরা খেলায় লিপ্ত হন? তাঁদের স্বাধীনতা? নাকি নারী পুরুষ নির্বিশেষে মুক্ত চিন্তার স্বাধীনতা? সুরক্ষিত ভাবে সবাই এক সঙ্গে বাঁচার স্বাধীনতা? এই ঘটনাকে লুকাতে প্রশাসনিক স্তরে নানা তত্ত্ব খাড়া করা হয়। প্রথমে অসুস্থতা, তারপর আত্মহত্যা। শুরু থেকেই নানা ব্যাখ্যা ছড়াচ্ছিল। আসলে ছড়ানোর চেষ্টা হয়েছিল। ধর্ষণ ও খুনের যাবতীয় ইঙ্গিত থাকলেও একদিকে হাসপাতাল অন্যদিকে প্রশাসনের তরফে রহস্য মৃত্যুটুকুও স্বীকারের অনীহা দেখা গিয়েছিল। কাদের আড়াল করতে এমনটা করেছিল হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রশাসন? সেই দিন থেকে দোষীদের শাস্তির দাবিতে পথে নেমেছিলেন জুনিয়র ডাক্তার থেকে সাধারণ মানুষ। বহু আন্দোলন অনশনের পরেও তদন্ত নিয়ে আজও প্রশ্ন রয়ে গেছে। শুধু কি সঞ্জয় রায় দোষী নাকি আরও বড় বড় মাথারা যুক্ত এই ঘটনার পিছনে? তারা কি শাস্তি পাবে? এক বছর পার করে এখনও এই প্রশ্ন গুলো ঘুরে বেড়াচ্ছে। তাই আবার দিকে দিকে পথে নেমে সাধারণ মানুষ থেকে বিরোধী দলগুলি সেই প্রশ্নই ছুঁড়ে দিল প্রশাসনকে। ক্ষমতা আর টাকার জোরে দোষীরা কি এই ভাবে ছাড়া পেয়ে যেতে পারে? পথে নেমেই বিচারের দাবি তুলতে হবে? নাকি সঠিক, স্বচ্ছ তদন্ত হবে? সাজা মিলবে সব দোষীদের? না হলে এই ধরণের ঘটনা বারবার ঘটবে। যেমনটা ঘটে গেল ক’দিন আগে কসবা আইন কলেজে। পুলিশ-প্রশাসনের ভূমিকাই কি বারবার সাহস যোগাচ্ছে দুর্বৃত্তদের? এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই বিশেষজ্ঞদের মতামত সহ TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘ভুলি নাই তিলোত্তমা’, ১০ অগাস্ট ২০২৫। রবিবার রাত ১০ টায়।
TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘ভুলি নাই তিলোত্তমা’….।

More from InternationalMore posts in International »
- ‘যুগলবন্দী একাডেমি’র চতুর্থ বর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠান….।
- স্বামী প্রনবানন্দ মহারাজের আবির্ভাব বর্ষে ১৩০ নদীর পবিত্র জল দিয়ে মহাভিষেক,আনন্দে ভাসল এলাকা….।
- নারায়ণা হেলথ, বেঙ্গালুরু কর্তৃক কলকাতায় থ্যালাসেমিয়া রোগীদের জন্য পূর্ব ভারতের অন্যতম বৃহত্তম এইচএলএ টেস্টিং ক্যাম্পের আয়োজন….।
- বিধাননগরের বিভিন্ন প্রান্তের নাগরিকদের নিয়ে অনুষ্ঠিত হল সিটিজেনস মিট….।
- চলছে এখন এস,আই,আর(SIR)…।
- যুবভারতীতে বেটন কাপে চ্যাম্পিয়ন সেনা দল….।
More from T VMore posts in T V »












Be First to Comment