নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ১৯ মে, ২০২৪। শুরু হয়ে গিয়েছে লোকসভা ভোট। কিন্তু ভোট এলেই কি রাজ্য রাজনীতি ভাগ হয়ে যায় সংখ্যাগুরু আর সংখ্যালঘুর ভিত্তিতে? নেতারা কেন বারবার সংখ্যালঘু মন জয়ে মেতে ওঠেন? মাথায় হিজাব কিংবা টুপি পরে চলে প্রচার। প্রমান করার অদ্ভুত প্ৰচেষ্টা কে মুসলমানদের কত কাছের? কিন্তু ভোট মিটলে কি মুসলমানদের উন্নয়ন নিয়ে ভাবে রাজনৈতিক দলগুলো? নাকি ইমামভাতা, হজের সুবিধার মাধ্যমে চলে মন জয়ের কাজ? এ রাজ্যে মুসলিম ভোটারের সংখ্যা ২৭% এর ওপর। রাজ্যে ৭ টি আসনে মুসলমান ভোট ৪০ শতাংশের ওপর। যা মোড় ঘুরিয়ে দিতে পারে নির্বাচনের ফলাফলের। তাই কি মুর্শিদাবাদের মত আসনে সংখ্যালঘু মন জয় করতে কলকাতা থেকে বয়ে প্রার্থী হতে হয় সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে। আবার বহরমপুরে তৃনামকে ভিন রাজ্য থেকে আমদানি করতে হয় ইউসুফ পাঠানকে? কিন্তু তাতে কি মোড় ঘোরে নির্বাচনের? রাজ্যে বিজেপির উত্থানের পর থেকেই এই ভেদাভেদ আরও স্পষ্ট হয়েছে। তাই কি বাম, কংগ্রেস আর তৃণমূল আরও জোর কদমে নেমেছে মুসলিম মন জয়ের জন্য? মুসলমানদের এ রাজ্যে ভবিতব্য কি শুধু ভোটব্যাঙ্ক হওয়া?
এই সব প্রশ্ন তুলেই TV9 বাংলার নতুন নিউজ সিরিজ। এই অনুষ্ঠানে থাকছে বিশিষ্টদের মতামত পাশাপাশি ডেটা মশাইয়ের বিশ্লেষণ।
TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘ভোটব্যাঙ্কের মুসলিমেরা!’।১৯ মে, রবিবার রাত ১০ টায়।
Be First to Comment