Press "Enter" to skip to content

TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘বাংলাদেশ: বুলেট বনাম স্লোগান’….। 

Spread the love

নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ২৭ জুলাই, ২০২৪। ‘দুজনাই বাঙালি ছিলাম, দেখো দেখি কাণ্ডখান; তুমি আজকে বাংলাদেশী আমারে কও ইন্ডিয়ান’ বাঙালির বুক চিরে চলে গেছে কাঁটাতার। পার্টিশনের দগদগে ঘা মাঝেমাঝেই যন্ত্রনা দেয় কোটি কোটি বাঙালিকে। যারা হারিয়েছিলেন তাদের জন্মভূমি। তবু দুই বাংলার দুঃখে একসঙ্গে ফুলে ফেপে ওঠে গঙ্গা ও পদ্মা। সম্প্রতি কোটা আন্দোলনে উত্তাল হলো বাংলাদেশ। জ্বললো গাড়ি, ঝরলো রক্ত। পুলিশের গুলিতে মৃত ছাত্ররা। কামান-গুলি-মিলিটারি। যেন যুদ্ধ লেগেছে! কিন্তু কীভাবে তৈরি হল এই পরিস্থিতি? একটা ছাত্র আন্দোলনকে থামাতে কেন রাষ্ট্রকে নামাতে হল তার সামরিক শক্তিকে? ছাত্রলীগের সরকার ছাত্র আন্দোলন থামাতে রক্ত ঝরালো কেন?

ইতিহাস সাক্ষী আছে। যতবার কোনো সরকার আশ্রয় নিয়েছে কঠিন দমননীতির ততবার তারা সন্ত্রাসবাদ বা রাষ্ট্রবিরোধিতার সাফাই দিয়ে দায় সেরেছেন। কিন্তু কতটা সত্যি এই অভিযোগ ? একটা ছাত্র আন্দোলনকে কি এতো সহজে সন্ত্রাসবাদের তকমা দেওয়া যায় ? কেমন আছেন বাংলাদেশের মানুষ ? রোগী থেকে শিক্ষার্থী অনেকেই প্রতিদিন আসা যাওয়া করেন বর্ডার পার করে ? কি প্রভাব পড়লো তাদের জীবনে? কারফিউর অন্ধকারে থমকে গেছে যে জনজীবন! কেমন করে আসবে স্বাভাবিক অবস্থা ?

বাংলাদেশের ইতিহাস ছাত্র আন্দোলনের ইতিহাস। বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসে ছাত্র সমাজের ভূমিকা সবচেয়ে অগ্রগন্য। বাহান্ন থেকে একাত্তর , বারবার বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করেছে ছাত্ররা। ইতিহাসের পাতায় পাতায় তাদের রক্তের ছাপ। কেমন ছিল বাংলাদেশের ছাত্র আন্দোলনের ইতিহাস ? কীভাবে বারবার ছাত্ররা তাঁদের কাঁধে তুলে নেন মাতৃভূমির দায়িত্ব?

৭১-এ কাঁটাতার পেরিয়ে এসেছিলো উদ্বাস্তু স্রোত। সেসময় বাস্তুহারা বাঙালির ছবি বিচলিত করেছিল বিদেশী কবিকেও। গিন্সবার্গ লিখেছিলেন ‘সেপ্টেম্বর’। ভয়ানক সেই স্মৃতি আজ তারা করে বেড়ায় কোটি কোটি মানুষকে। কিন্তু আবার হটাৎ মনে করতে হচ্ছে কেন সেই অতীতের বিভীষিকা ? কেন ফিরে ফিরে আসছে দুঃস্বপ্নের দশক? ওপার বাংলার আগুনের উত্তাপ কিভাবে পৌঁছে গেলো পশ্চিমবঙ্গে? কেন বঙ্গ রাজনীতির ময়দানে কোমর বেঁধে নেমে পড়লেন শাসক- বিরোধী দুপক্ষই?

আরও অনেক প্রশ্নের উত্তর খুঁজবো আমরা TV9 বাংলার নতুন নিউজ সিরিজে। TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘বাংলাদেশ: বুলেট বনাম স্লোগান’। ২৮ জুলাই, রবিবার রাত ১০ টায়।

More from InternationalMore posts in International »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.