নিউজ স্টারডম : কলকাতা, ৬ই অক্টাবর ২০২১। : দেবী-বরণ উৎসবে জড়িয়ে নানা পেশার মানুষ। কিন্তু কোভিডের কামড়ে গত দেড় বছর ধরে ছন্দহারা সাধারণের জীবন । করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ আরও গভীর করেছে সঙ্কট। তবু শারদপ্রাতে আগমনীর আলো ভাঙা ঘরেও উঁকি দিয়ে যায়। তার ছোঁয়ায় ভরে ওঠে মনের আকাশ। আলোয় মিশে ঘুরে দাঁড়ানোর আশা।
কোভিডের প্রথম ঢেউয়ে জীবন-জীবিকা, দুই-ই তছনছ হয়ে গিয়েছিল। দ্বিতীয় ঢেউয়ের ঝাপাটায় তা আরও উথালপাথাল। স্বাভাবিক আর্থিক লেনদন মার খাওয়ায় প্রতিমা, বস্ত্র, মাদুর বা পটশিল্পীরা গভীর গাড্ডায়। আঁধার ঘনিয়েছে আলোকশিল্পীদের সংসারেও। কেমন আছেন তাঁরা ? কী ভাবে মোকাবিলা করছেন পৃথিবীর এই গভীর অসুখের ? উৎসবের আলো কি তাঁদের ঘুরে দাঁড়ানোর কোনও দিশা দিচ্ছে ? মহিলা ঢাকি, পুজোর বহুরূপীর বরাত জুটছে তো ? কত গল্প, কত ছবি! ধ্বস্ত জীবনের রঙরেখা, আবেগ-আশা বিনিসুতোয় গেঁথেছে TV9 বাংলা। বিশেষ অনুষ্ঠান ‘পুজোর বায়োস্কোপ’-এ।
TV9 বাংলার ‘পুজোর বায়োস্কোপ’-এ উদ্ভাসিত ইতিহাস ও আরাধনার অন্য ধারাও। যেমন ঝাড়গ্রামের জঙ্গলে পুজো বা অসুর-পুজো। এই বায়োস্কোপে চোখে রাখলেই ধরা পড়বে রামধনু। সাত নয়, রঙের সংখ্যার লেখাজোখা নেই।
TV9 বাংলা বায়োস্কোপ…..।
More from EntertainmentMore posts in Entertainment »
- Diljit Dosanjh Endorses PM Modi’s Dream of Making India the Epicenter of Global Music and Entertainment at WAVES Summit 2025….
- চিরতরে চলে গেলেন বাঘা যতীন সিনেমার পরিচালক অরুন রায়….।
- জোড়াসাঁকো ঠাকুর বাড়ির রথীন্দ্র মঞ্চে আন্তর্জাতিক সাহিত্য দিশারী-র সাংস্কৃতিক সন্ধ্যা….।
- শ্রদ্ধাঞ্জলি- এই জাকির, এ হলো রাজিকা…পরিমলদা র ছাত্রী..খুব ভালো নাচে।”শুনে উনি পরিষ্কার বাংলায় বললেন, “ভারী মিষ্টি মেয়ে…তাহলে তো তোমার সঙ্গে বাজাতে হয়।”….।
- আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে অল ইন্ডিহিউম্যান রাইটস অর্গানাইজেশন উদ্যোগে তরফ থেকে এক বিরাট তারকা খচিত সম্মান প্রদান অনুষ্ঠান….।
- বন্ধুর চির-বিদায়ের খবরটা নিমেষে মনকে বিষন্ন করে তুললো। মনে পড়ে গেলো কত মন ভালো করা স্মৃতি। নীরবে ছুঁয়ে এলাম মুনমুন আর ভরতকে। অনেক মানুষ থাকেন যাঁরা রক্ত সম্পর্কিত না হয়েও আমার আত্মার আত্মীয়। এই দুজন সেরকম দুই বন্ধু…..।
More from T VMore posts in T V »
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘বাংলার মাটি, জঙ্গির ঘাঁটি?…..
- আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে অল ইন্ডিহিউম্যান রাইটস অর্গানাইজেশন উদ্যোগে তরফ থেকে এক বিরাট তারকা খচিত সম্মান প্রদান অনুষ্ঠান….।
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘বিদ্বেষের বাংলাদেশ’….।
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘রাজনীতি র অলিম্পিক’….।
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘বাংলাদেশ: বুলেট বনাম স্লোগান’….।
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘আমেরিকায় বন্দুকরাজ’…..।
Be First to Comment