নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ৩ এপ্রিল, ২০২২। রাজ্যের জন্য কালো ২১ মার্চ। এই রাজ্য, এই দেশ ফের দেখল মানুষ কতটা নির্মম ও নির্দয় হতে পারে। কীভাবে বেআইনি অর্থ আর অর্থের দখলদারির লোভ কেড়ে নিতে পারে একগুচ্ছ নিরপরাধ প্রাণ।
বগটুই, বীরভূমের রামপুরহাটের কাছে এই গ্রামটি এখন দেশের সংবাদমাধ্যমের শিরোনামে। সামনের সারিতে বাংলার মাটিতে পুনরায় গণহত্যা আর প্রতিশোধের আগুনে ঝলসানো কয়েকটি লাশ। মৃতদেহ তো আর কথা বলে না! বগটুইয়ের সেই হানাহানি নিয়ে আজকের নিউজ সিরিজ। এটা কি শুধু খুনের রাজনীতির উপাখ্যান না রাজনীতির অপরাধীকরণের বৃত্তান্ত?
অনুব্রত মণ্ডলের টিভি বিস্ফোরণ তত্ত্বে অনেক প্রশ্ন। তদন্ত নেমেছে সিবিআই। কেন এই হানাহানি, প্রতিশোধের বিভীষিকা? কীভাবে বন্ধ হবে লোভের বিস্ফোরণ? গ্রামে কি আবার কি আগুন জ্বলবে? আবার কি গুনতে হবে লাশ? বগটুই গণহত্যা এবং তার পরের পাঁচদিনের ঘটনাপ্রবাহ নিয়ে তৈরি এই নিউজ সিরিজ। ২১ মার্চ রাতের বিভীষিকা, তাকে ঘিরে উথালপাথাল সমাজ-রাজনীতির কথাই বন্দি TV9 বাংলার নিউজ সিরিজ ‘বগটুই ডায়েরি’-তে। TV9 বাংলার নিউজ সিরিজে আজ দেখুন ‘বগটুই ডায়েরি’। *আজ রবিবার রাত ১০টা।*
Be First to Comment