নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ২১ মে, ২০২২। রাজ্যের গ্রামীণ স্বাস্থ্য পরিষেবার হাল এখনও বেহাল। কোথাও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র অচল কোথাও আবার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তারই আসেন না।
তাই সামান্য অসুখবিসুখে গ্রামবাসীকে ছুটতে হচ্ছে গ্রামীণ ডাক্তার বা হাতুড়েদের কাছে। হাতুড়েদের বেহিসেব চিকিৎসায় মাঝে মধ্যে ডেকে আনছে বিপদ।
এক জেলা থেকে আর এক জেলায় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলো সরেজমিনে দেখে গ্রামীণ স্বাস্থ্য-পরিষেবার হাতেগরম তথ্য তুলে এনেছে বাংলার অন্যতম সেরা নিউজ চ্যানেল TV9 বাংলা।
গ্রামীণ চিকিৎসার হালচাল নিয়েই TV9 বাংলার নিউজ সিরিজে দেখুন ‘যেখানে ডাক্তার নেই’। ২২ মে, রবিবার রাত ১০টায়।
Be First to Comment