নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ২৮ মে ২০২২। সিকি শতাব্দী আগে নিয়োগে স্বচ্ছতা আনার লক্ষ্যে রাজ্যে যে প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছিল, সেটা স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি। কাদের নিয়োগের জন্য? শিক্ষক ও শিক্ষাকর্মীদের। যাঁদের দিকে তাকিয়ে থাকেন সাধারণ মানুষ। শুধু পুঁথিগত বিদ্যা অর্জনের জন্য নয়, ছেলেমেয়েদের নীতি-আদর্শের বনিয়াদ শক্তপোক্ত করে দেওয়ার জন্যও।
জন্মলগ্ন থেকে স্কুল সার্ভিস কমিশনের তত্ত্বাবধানে শিক্ষক নিয়োগের পুরো প্রক্রিয়া যে রাজনীতি, দুর্নীতির সম্পূর্ণ বাইরে ছিল, সেটা বলা মুশকিল। কিন্তু আজকের মতো শিক্ষক ও শিক্ষাকর্মীদের চাকরি তখনও খোলা বাজারের সামগ্রীতে পরিণত হয়নি। এসএসসি-র বিরুদ্ধে ভূরি ভূরি দুর্নীতির অভিযোগ, প্রাক্তন শিক্ষামন্ত্রীর সিবিআইয়ের সামনে হাজিরা তো আছেই। কিন্তু সংগঠিত এক অসাধুচক্রের নাগপাশে কীভাবে বিপর্যস্ত যোগ্য তরুণ-তরুণীদের জীবন, কীভাবে তিল তিল করে লড়াইয়ের রাস্তায় তাঁরা, আধাঁরের সেই অন্দরমহলেই হাজির TV9 বাংলা। কলকাতার রাজপথে আন্দোলনের ভিড়ে আলাদা করে চেনা হয়নি অশোক বিশ্বাস, তনয়া বিশ্বাস, লক্ষ্মী পাল, সোমা দাসদের। অভাবের কাঁটা আর বঞ্চনার যন্ত্রণা নিত্যসঙ্গী তাঁদের। অবিচার-বঞ্চনার ধাক্কায় কেমন কাটছে অশোক-সোমাদের জীবন?
Be First to Comment