নিজস্ব প্রতিনিধি : কলকাতা ১ জুন, ২০২৫। অপারেশন সিঁদুর নাকি থামিয়েছেন ট্রাম্প! বুক ফুলিয়ে তেমন দাবিই করেছেন। তাঁর দাবিকে পাত্তা দেয়নি দিল্লি। করছে কোনও তৃতীয় পক্ষের মতামত ভারত-পাক সমস্যায় তারা গ্রাহ্য করবে না। তার পরেও অনড় মার্কিন প্রেসিডেন্ট। এমনকী দেশের আদালতেও সেই দাবি পেশ করেছে ট্রাম্প প্রশাসন। এমন আজগুবি কাণ্ড করাটা অবশ্য ট্রাম্পের ক্ষেত্রে নতুন কিছু নয়। তিনি নাকি সব পারেন। এক লহমায় থামিয়ে দিতে পারেন গাজার উপরে ইজরায়েলের আক্রমণ। তিনি পুতিনকে বললেই থেমে যাবে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। বাস্তবে কিছুই হয় না। ২৫ মে, ২০২৫। রবিবার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত ইউক্রেনের উপর আছড়ে পড়েছে ৩৫৫টি রুশ ড্রোন। ৯টি ক্ষেপণাস্ত্র হামলাও চালিয়েছে রাশিয়া। গাজ়ায় ইজ়রায়েলি হামলায় নতুন করে মৃত্যু হল একাধিক শিশু-সহ ৪৬ জনের। সোমবার ইজ়রায়েলের বিমানহানায় গাজ়ায় ৪৬ জন নিহত এবং ৫৫ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। এর মধ্যে ৩১ জনের মৃত্যু হয়েছে একটি স্কুলে তৈরি করা অস্থায়ী আশ্রয়কেন্দ্রে। নিহতদের মধ্যে রয়েছে একাধিক শিশুও। ঘুমন্ত অবস্থাতেই মৃত্যু হয়েছে তাদের। ট্রাম্প কিন্তু বুক বাজিয়ে যান। ট্রাম্পের দ্বিতীয়বারে হোয়াইট হাউসে ফেরায় আশায় বুক বেঁধেছিল বহু ভারতীয়। NRI-দেরও অনেক আশা ছিল ট্রাম্প প্রশাসনকে নিয়ে। কিন্তু সব কিছুই যেন ভেস্তে দিলেন ট্রাম্প। ক্ষমতায় আসার আড়াই মাসের মাথায় ভারতীয় পণ্যে ২৬ শতাংশ করে কর নেবে যুক্তরাষ্ট্রের সরকার এমনটাই ঘোষণা করলেন ট্রাম্প। দেশের কোম্পানিদেরও কড়া দাওয়াই আমেরিকা ছেড়ে অন্য দেশে গেলে দিতে হবে মোটা অঙ্কের শুল্ক। ধুঁকছে আমেরিকার অর্থনীতি। কাজ হারাচ্ছেন মানুষ। তবুও ট্রাম্প বুনে যান নিজের সাফল্যের কাহিনি। এক বার নয়, বারবার। নিজের গড়ে তোলা জগতে তিনি নিজেই মোড়ল। এর জন্য কতটা বিপদের মুখে গোটা বিশ্ব? কী অবস্থান ভারতের? এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘‘ট্রাম্প ও তাঁর ‘নিজস্ব’ কাহিনি’’… ১ জুন ২০২৫, রবিবার, রাত ১০ টায়।
TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ট্রাম্প ও তাঁর ‘নিজস্ব’ কাহিনি… ।

More from EntertainmentMore posts in Entertainment »
- কতো প্রতিভা সুযোগের অভাবে হারিয়ে যাচ্ছে আমি সাধ্যমতো তাদের একটা প্ল্যাটফর্ম দেবার চেষ্টা করি- প্রবীর রায়…।
- চতুর্থ বর্ষে রেডওয়াইন বঙ্গনারী সম্মান-২০২৫…।
- Diksha Manjari’s latest dance drama Shyama enthralls senior citizens of Pronam….
- Catch a Wild Ride with Radio Ghaint – A Hilarious, Genre-Bending Comedy….
- রবীন্দ্রসদনে কবিপ্রণামে “শ্যামা “নৃত্যনাট্য….।
- বেঙ্গল বিজনেস এক্সেলেন্স এওয়ার্ডস ২০২৫…..।
More from InternationalMore posts in International »
- গ্রামীন মানুষদের স্বনির্ভর করে তুলতে টেলারিং মেশিন দিচ্ছে ভারত সেবাশ্রম সংঘ….।
- ভালোবাসায় মোড়া সকাল – রাজিকা মজুমদার….।
- প্রফুল্ল রায়ের উপন্যাসগুলো চিরকালের জন্য অনবদ্য হয়ে মানুষের মনে রয়ে যাবে….।
- কতো প্রতিভা সুযোগের অভাবে হারিয়ে যাচ্ছে আমি সাধ্যমতো তাদের একটা প্ল্যাটফর্ম দেবার চেষ্টা করি- প্রবীর রায়…।
- কলকাতায় ডিসান হাসপাতাল ও ব্যাঙ্গালোরের BMI-র উদ্যোগে পূর্ব ভারতে প্রথমবারের মতো চালু হলো ABA ভিত্তিক অটিজম থেরাপি…।
- পাঁচ রাজ্যের প্রতিযোগী শাহেনশা ই হিন্দুস্থানে….।
More from T VMore posts in T V »
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘‘অস্তাচলে অনুব্রত?’’……।
- বসু বিজ্ঞান মন্দিরে Education Expo 2025: দ্বাদশ পাশের পর কী পড়বেন, কোথায় পড়বেন? দিশা দেখাতে টিভি৯ নেটওয়ার্কের ২ দিনের এডুকেশন এক্সপো…।
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘ঘরের শত্রু’ ……।
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘সিঁদুরের শক্তি’…..।
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘ব্রিগেড-জোরে বরাত ফেরে?’ ….
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ফুরফুরায় ‘ধর্মযুদ্ধ’…..।
Be First to Comment