নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ১৬ আগস্ট, ২০২৫। অনুপ্রবেশ নিয়ে উত্তাল বাংলার রাজনীতি। সীমান্তের ওপার থেকে অবৈধ ভাবে এ পারে আসা ঠেকাতে বসেছে কাঁটাতারের বেড়া। কড়া নজরদারি বিএসএফের। তার পরেও চলছে চোরাগোপ্তা অনুপ্রবেশ। আর তার জেরে নাজেহাল দশা সীমান্ত-লাগোয়া অঞ্চলের বাসিন্দা বৈধ ভারতীয় নাগরিকদের। পাশাপাশি ভারত-বাংলাদেশ সীমান্ত এক ‘নেই-রাজ্য’। কাঁটাতারের বেড়ার জালে হারিয়ে গিয়েছে বেঁচে থাকার অধিকারগুলি। নেই রাস্তা, নেই স্কুল, নেই হাসপাতাল। হাজারো বিধিনিষেধে বাঁধা পড়ে রয়েছে তাঁদের জীবন। এক অদ্ভুত দুনিয়া ভারত-বাংলাদেশ সীমান্ত। গোয়ালঘর এ দেশে, বসার ঘর বাংলাদেশে! কেমন করে কাটে তাঁদের দিন থেকে রাত? গ্রাউন্ড জিরো থেকে TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘সীমান্তে স্বাধীনতা’। ১৭ অগাস্ট ২০২৫। রবিবার রাত ১০ টায়।
TV 9 বাংলার নিউজ সিরিজ ‘সীমান্তে স্বাধীনতা’….।

More from InternationalMore posts in International »
- ‘যুগলবন্দী একাডেমি’র চতুর্থ বর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠান….।
- স্বামী প্রনবানন্দ মহারাজের আবির্ভাব বর্ষে ১৩০ নদীর পবিত্র জল দিয়ে মহাভিষেক,আনন্দে ভাসল এলাকা….।
- নারায়ণা হেলথ, বেঙ্গালুরু কর্তৃক কলকাতায় থ্যালাসেমিয়া রোগীদের জন্য পূর্ব ভারতের অন্যতম বৃহত্তম এইচএলএ টেস্টিং ক্যাম্পের আয়োজন….।
- বিধাননগরের বিভিন্ন প্রান্তের নাগরিকদের নিয়ে অনুষ্ঠিত হল সিটিজেনস মিট….।
- চলছে এখন এস,আই,আর(SIR)…।
- যুবভারতীতে বেটন কাপে চ্যাম্পিয়ন সেনা দল….।
More from T VMore posts in T V »












Be First to Comment