Press "Enter" to skip to content

iLEAD ১০০% প্লেসমেন্ট গ্যারান্টি সহ পর্যটনে BBA কোর্স চালু করছে…….।

Spread the love

বিশেষ প্রতিনিধি : কোলকাতা ২১শে জুন,২০২১।  iLEAD কোলকাতার শীর্ষস্থানীয় ম্যানেজমেন্ট, মিডিয়া ও পেশাগত বিদ্যার প্রতিষ্ঠানগুলির মধ্যে প্রধানতম। iLEAD এবং One Rep Global (একটি আন্তর্জাতিক হসপিটালিটি এবং ট্যুরিজম্ বিপনন প্রতিষ্ঠান)এর যৌথ উদ্যোগে Travel and Tourism এ BBA পাঠক্রমটি চালু করা হল, যেটি মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজী দ্বারা স্বীকৃত। এই কোর্সটির সময় সীমা ধার্য করা হয়েছে তিন বছর।
এই কোর্সটির বিশেষত্ব হল One Rep Global আন্তর্জাতিক পরিচিতি এবং iLEAD এর বিশেষ দক্ষতায় ট্যুরিজম্ ইন্ডাস্ট্রিতে একশো শতাংশ কাজের সুযোগ, প্রকৃষ্ঠ পারিশ্রমিক, আন্তর্জাতিক পরিসরে অভিজ্ঞতা সঞ্চয়ের সুযোগ, ভারতবর্ষ ও বিশ্বের নানা প্রান্তে ভ্রমণের সাথে পর্যটন ইভেন্টে অংশগ্রহণ করার সুযোগ এবং পঠন পাঠন চলাকালীন নামকরা ভ্রমণ সংস্থায় ইন্টার্নশিপের সুযোগ।
বর্তমানকালে GDP তে পর্যটন শিল্পের অবদান 10%। 7 কোটি 50 লক্ষের বেশি মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে পর্যটন শিল্পে কর্মরত। স্বাভাবিক ভাবেই আগামী দিনে, পর্যটন শিল্পে স্রোত বিশ্বের দরবারে ভারতবর্ষকে অন্যতম প্রধান শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করবে। এই সমস্ত পরিসংখ্যান প্রমান করে, যে সমস্ত ছাত্র ছাত্রী ভ্রমণ প্রেমী বা ভ্রমণ উদ্যোগী, তাদের জন্য এটি একটি সম্ভাবনাময় কর্মজীবনের সূচনা করতে পারে। পরিসংখ্যানটি আরো প্রমান করে যে, পর্যটন শিল্পের এই ক্রমবর্ধমান চাহিদার ফল স্বরূপ 2024-2025 সালে কোর্সটি থেকে পাশ করা ভালো ছাত্র ছাত্রীর চাহিদা অবশ্যই থাকবে। সেক্ষেত্রে নামী প্রতিষ্ঠানের ভূমিকা অনস্বীকার্য। One Rep Global এর প্রতিষ্ঠাতা হেমন্ত মেদিরাট্টা এ বিষয়ে বলেছেন, ” ভ্রমণ একটি আবেগ এবং একই সঙ্গে পর্যটন শিল্পের অন্তর্গত হওয়ার জন্য একটি বিশেষ অনুপ্রেরণার প্রয়োজন হয়। সুতরাং প্রবল ভ্রমণের আকাঙ্খা যদি কোন ব্যক্তিকে পৃথিবীর নানা প্রান্তে ঘুরে বেড়ানোর ও নতুন নতুন জায়গা অনুসন্ধান করে সেখানে পৌঁছাতে অনুপ্রাণিত করে তবে এই পাঠক্রম তাদের জন্য। এই কোর্সে BBA ডিগ্রীর সাথে সাথে পর্যটন শিল্প ও ব্যবসার খুঁটিনাটি সম্পর্কে ছাত্র ছাত্রীদের পারদর্শী করে তুলবে।”এই স্নাতক পাঠ্যসূচী পেশাগত পর্যটন কোম্পানী, ডেস্টিনেশান ম্যানেজমেন্ট কোম্পানী, নামী ট্রাভেল ডেস্ক থেকে শুরু করে Make My Trip এর মতন অনলাইন ট্রাভেল এজেন্ট কোম্পানীগুলিতে ট্যুর অপারেটর হিসাবে কাজ করার সুযোগ করে দেবে। শুধুমাত্র তাই নয়, নিজস্ব পর্যটন ব্যবসার কাঠামোগত ও পরিচালন করার দক্ষতাও অর্জন করা যাবে। এর সাথে থাকবে পৃথিবীর অন্যতম সেরা হোটেল, ক্রুজ আর অনবদ্য জায়গায় ভ্রমণের সুযোগ। iLEAD এর চেয়ারম্যান শ্রী প্রদাপ চোপড়া বলেছেন, ” বিশ্বে ইকো-ট্যুরিজম্, অ্যাডভেঞ্চার ট্যুরিজমের মতন বিষয়ে চাহিদা বাড়ার সাথে সাথে এই পেশায় দক্ষ ও উপযুক্ত লোকের চাহিদাও ক্রমবর্ধমান। বর্তমান পরিস্থিতে পর্যটন শিল্পে নতুন যোগদানকারী অধিকাংশ ছাত্র ছাত্রীর হাতে কলমে ব্যবহারিক জ্ঞান খুবই সীমিত। iLEAD এর এই কোর্সটির লক্ষ্য হল One Rep Global এর সাথে সহযোগিতার মাধ্যমে এই দক্ষতার ব্যবধানকে সরিয়ে শিক্ষার্থীদের এখনকার পর্যটন শিল্পের ব্যবহারিক জ্ঞান প্রদান করে তাদেরকে প্রচলিত পদ্ধতি সম্পর্কে অবহিত করে তোলা। এই সুনির্দিষ্ট পথে ছাত্র ছাত্রীরা যাতে পেশাগত ভাবে প্রতিষ্ঠিত হতে পারে। “সীমিত সংখ্যক আসন নির্ধারণ করা হয়েছে এই কোর্সটির জন্য। যদি 30শে জুন 2021 এর আগে নাম নথিভূক্ত করা হয় তবে 25,000 টাকার স্কলারশিপের সুবিধা পাওয়া যাবে। অনুগ্রহ করে ফোন করুন এই নাম্বারেঃ +91 9230086396 অথবা ই-মেলে যোগাযোগ করুনঃ dipa.hela@ilead.net.in
iLEAD সম্পর্কে কয়েকটি কথা: iLEAD – The Institute of Leadership, Entrepreneurship and Development একটি UGC অনুমোদিত বিশ্বমানের ইনস্টিটিউট, PS এবং Sreejan গ্রুপ দ্বারা পরিচালিত -300 টিরও বেশি সফল রিয়েল এস্টেট প্রকল্প ও 3000 এরও বেশি কর্মচারী সহ পূর্ব ভারতের দুটি শীর্ষ রিয়েল এস্টেট গ্রুপ। KPMG দ্বারা দেশের চতুর্থ সেরা মিডিয়া স্কুল হিসাবে রেট পাওয়া, T2 ফেস্টোপলিস 2017 সালে কলেজ অফ দ্য ইয়ার হিসাবে বিবেচিত, 2017-এ গুরুকুল পুরস্কারে সেরা কো-কারিকুলার অ্যাক্টিভিটি কলেজ, 2019 -এ সংকল্প শিক্ষা পুরস্কারে সেরা উদ্যোক্তা বিকাশ প্রোগ্রাম ইনস্টিটিউট, iLEAD অনুমোদিত মৌলানা আবুল কালাম আজাদ বিশ্ববিদ্যালয়, ভারতের পশ্চিমবঙ্গের বৃহত্তম বিশ্ববিদ্যালয়। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট কোলভিন ইনস্টিটিউট সহ 16টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের সাথে অংশীদারিত্ব রয়েছে।iLEAD মিডিয়া।

More from GeneralMore posts in General »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.