গোপাল দেবনাথ : কলকাতা, ২৭, জানুয়ারি, ২০২১। বিশ্বজুড়ে স্বল্পদৈর্ঘ্যর ছবির চাহিদা আছে। অল্পসময়ের মধ্যে পুরো কাহিনী শেষ করে দর্শকদের মনোগ্রাহী করে তোলা একটা আর্ট বলা যেতে পারে। আমাদের দেশেও বর্তমানে স্বল্পদৈর্ঘ্য র ছবির খুবই রমরমা। তবে ‘বি কেয়ারফুল’ একটু অন্যধারার ছবি। এই ছবি সম্পর্কে পরিচালক সুরঞ্জন দে জানালেন, ‘বি কেয়ারফুল’ স্বল্পদৈর্ঘ্যের এই ছবিটি অনেকদিন বন্দি অবস্থায় ছিল অনিবার্য কারণবশত। অবশেষে এই ছবির ট্রেলার লঞ্চ করতে পেরে ভালো লাগছে। এটা আমার দ্বিতীয় ছবি। কলকাতায় পেয়িং-গেস্ট থাকা কলেজ পড়ুয়া শম্পা হঠাৎই আত্মহত্যা করে। কিন্তু কেন তাকে আত্মহত্যা করতে হল? সত্যিই কি সে মধুচক্র চালাতো?
![](https://secureservercdn.net/160.153.137.40/j8f.731.myftpupload.com/wp-content/uploads/2021/01/20210127_175757-1.jpg?time=1611772283)
নাকি ষড়যন্ত্রের শিকার? কী ঘটেছিল ওর জীবনে? —- এমন আরও অনেক প্রশ্নের উত্তর দেবে ‘বি কেয়ারফুল’ ছবিটি। ধন্যবাদ জানাতে হয় এই ছবির শিল্পী ও কলাকুশলীদের। ধন্যবাদ প্রাপকের তালিকায় আছেন স্নেহা মুখোপাধ্যায়, অর্পিতা দাস, অরুণাভ বসু, গোপাল দেবনাথ, নীলেশ তিওয়ারি, টুম্পা দাস, সোমনাথ সাহা, সুজিত দাস, জয়িতা দাস, জয়প্রকাশ মণ্ডল, মৃত্যুঞ্জয় রায়, সঞ্চিতা দত্ত, অনিল চৌবে, মহুয়া দে, অমিত দাস, রূপক চট্টোপাধ্যায়,সালাউদ্দিন বেগ প্রমুখ। এদের অভিনয়ে সমৃদ্ধ এই ছবিটি। আমি নিজেও এক ঝলক অভিনয়ে আছি এই ছবিতে। সেইসঙ্গে, গৌরব ভট্টাচার্য, প্রদীপ চিকি, বিশ্বজিৎ সাহা, সঞ্জয় ভট্টাচার্য, সুবোধ মল্লিক প্রমুখের সহযোগিতায়ও আমি কৃতজ্ঞ।
![](https://newsstardom.in/wp-content/uploads/2021/01/20210127_175824-1-1024x572.jpg)
চিত্রনাট্য ও আবহসংগীতের জন্য চন্দন ডোডো রায়-কে, ট্রেলার বানানোর জন্য সায়ন ঘটক-কে এবং চিত্রগ্রাহক সৌমিত্র হালদার-কে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের আশীর্বাদে আবার নতুন তিনটি স্বল্পদৈর্ঘ্যের ছবির শুটিং শুরু করবো আগামী সপ্তাহে।
Be First to Comment