গোপাল দেবনাথ : কলকাতা, ১২ ফেব্রুয়ারি, ২০২৩। একটি সারাজাগানো নতুন নাম A বং পজিটিভ …এই দলের প্রত্যেকজন সদস্য মিলে নিজস্ব প্রয়াসে, ক্রাউড ফান্ডিং করে গত পাঁচ বছর ধরে “Street Art Festival” আয়োজন করে আসছে যার নাম “রংমশাল”। এই রংমশাল আয়োজিত হয়েছে উত্তর কলকাতার হেদুয়া পার্কের পাশে উর্কুহার্ট স্কোয়ারে। এই বছর এ ছয় পা দিয়েছে এই সংস্থা। গত ৯ই ফেব্রুয়ারী এই উৎসবের সূচনা হয়েছিল। আজ রোবিবার ১২ই ফেব্রুয়ারী – রংমশাল ২০২৩” এর চারদিন ব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি হলো।
এই চারদিনের অনুষ্ঠানে বাংলা এবং প্রাদেশিক ক্ষেত্রে, প্রায় লুপ্ত হয়ে যাওয়া প্রাচীন Art form গুলো কে তুলে এনে perform করানো হয়। বিশেষভাবে উল্লেখ করতে হয় – পুতুল নাচ, ছৌ নাচ, রন পা , রায়বেশে , সম্বলপুরি, কলকেপাতারি, বহুরূপী শিল্প, সাঁওতাল নাচ, পল্লী গান, পথ নাটক, পটের গান। চিত্রশিল্পী ও হস্তশিল্পীরা তাদের শিল্পকলা এই প্রাঙ্গনেই প্রদর্শন করেন।
শহর কলকাতার বুকে এই রকম এক উৎসব প্রতিটি মানুষের কাছে এক গর্বের অনুভুতি এনে দেয়। সংস্থার পক্ষে এক আধিকারিক সাংবাদিকদের বলেন এই উৎসবের মাধ্যমে আমরা এই সকল শিল্পীদের এবং আমাদের বাংলা তথা প্রাদেশিক, এই প্রাচীন শিল্পগুলির পাশে থাকার চেষ্টা করছি।
এই উৎসবে আমাদের সাথেসাথে, আপনারাও থাকুন। তাহলে আমাদের এই প্রচেষ্টা আরও অনেক মানুষের কাছে পৌঁছবে এবং আনন্দের হয়ে উঠবে বলে আমরা বিশ্বাস করি।
Be First to Comment