গোপাল দেবনাথ: ৩ আগস্ট, ২০২০। বাঙালী পরিচালক অনীক চৌধুরীর মালায়ালম ছবি কাট্টি নৃত্যম নিয়ে এখন সারা বিশ্ব জুড়ে আলোচনা শুরু হয়ে গেছে। ২০২০ সালের কান চলচ্চিত্র উৎসবে যে কেবলমাত্র স্থান করে নিয়েছে তাই নয়, অনিকের আগের ছবি ‘ক্যাকটাস’ এর মতোই অস্কারের মার্গারেট হেনরিক পাঠাগারে সংগ্রহ করেও রাখা হয়েছে এই ছবির অসাধারণ চিত্রনাট্য।‘মহাভারত’ এবং ‘ও হেনরির’ একটি ছোট গল্প (একটি অংশ) থেকে অনুপ্রাণিত হয়ে এই ছবিটি নির্মাণ করা হয়েছে। এই ছবির শ্যুটিংয়ের বেশিরভাগই হয়েছে আমাদের শহর কোলকাতায়। ছবির কাহিনী এগিয়েছে একজন ব্যর্থ কথাকলি নৃত্য শিল্পীর কথা বলে যিনি মৃত্যুর উন্মাদনার মুখোমুখি দাঁড়িয়ে এক চতুষ্কোণ প্রেমের মধ্যে দিয়ে মৃত্যুমুখী উন্মত্ততা কাটিয়ে উঠতে পারে। একটি অসাধারণ উপস্থাপনা অনিকের পরিচালনাতেই সম্ভব হয়েছে। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রাহুল শ্রীনিবাসন, ন্যাশনাল স্কুল অফ ড্রামার মেটা পুরষ্কার প্রাপ্ত রুক্মিণী সরকার, সবুজ বর্ধন, অনুষ্কা চক্রবর্তী এবং অরিত্র সেনগুপ্ত।
অনীকের আগের ছবি ‘ওয়াইফস লেটার’, ‘হোয়াইট’ এবং ‘ক্যাকটাস’ ও কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। তবে এবছর করোনা পরিস্থিতির কারণে অনলাইনেই উদযাপিত হয়েছে কান চলচ্চিত্র উৎসব। বহু সেগমেন্ট এইবারে বাতিল করাও হয়েছিল। তবুও ২০২০-র কান চলচ্চিত্র উৎসবে মার্চে ডু ফিল্মস ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছে অনীক চৌধুরীর মালায়ালম ছবি “কাট্টি নৃত্যম”।
কেন বাঙালী হয়েও মালায়ালম ছবি? এই প্রশ্ন উঠতেই অনিক চৌধুরী জানালেন, “এই সময়ের মালায়ালম ছবি তাকে খুবই প্রভাবিত করে। আর আমার মতে মালায়ালম ছবি ২০১১ সালের পর থেকে ভালো ছবি তৈরির দিকে যেভাবে ঝুঁকেছে তাতে বাংলা ছবির তুলনায় যে অনেক এগিয়ে তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। আর মালায়ালম সংস্কৃতি আমার খুবই প্রিয়, বাঙালিদের সঙ্গে অনেক মিল থাকলেও মালায়ালম ভাষাভাষি মানুষ, ওদের সংস্কৃতির বিষয়ে অনেক বেশি মাটির কাছাকাছি, ওদের দেখানোর প্রবণতা অনেক কম। ২০১৮ সালে কলামন্ডলম যাওয়ার পর থেকেই ভেবেছিলাম কথাকলি শিল্পীদের উপর একটা গল্প লিখবো। পরে ছবি করার সিদ্ধান্ত নিই। সেখান থেকেই আসে এই ছবির ভাবনা।”
কান চলচ্চিত্র উৎসবে বারংবার সন্মান পেয়েছে তার ছবি, এ ক্ষেত্রে কাট্টি নৃত্যম ব্যতিক্রম নয়। এই বিষয়ে অনিক বললেন, “আমি প্রতি বছরই কান চলচ্চিত্র উৎসবের জন্য উৎসুক থাকি। করোনা সংক্রমণের কারণে এবারে যদিও পুরোটাই অনলাইনে সম্পন্ন হলো। তা সত্ত্বেও অনেক প্রযোজক, সিনেমা অনুরাগীদের সঙ্গে যোগাযোগ করার সুযোগ পাবো। আর কান চলচ্চিত্র উৎসবে প্রতিবারই এটা হয়। এবারে আমি মালায়ালম ছবিকে এই চলচ্চিত্র উৎসবে পরিবেশন করেছি। ভারতীয় ছবিকে পৃথিবীর যে কোনো মঞ্চে পরিবেশন করতে পারলেই আমি গর্বিত। আজীবন এটাই করে যেতে চাই।”
কান চলচ্চিত্র উৎসবে সমালোচকদের প্রভূত তারিফ পেয়েছে অনিকের ছবি কাট্টি নৃত্যম। অনেকে এই ছবিকে “আঁধার ও ভাবনা প্রবাহের অন্ধকার চিত্র” বলে প্রশংসা করছেন। খুব শিগগিরই একটি জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম থেকে ভারতীয় দর্শকের জন্য মুক্তি পেতে চলেছে অনিক চৌধুরীর ছবি কাট্টি নৃত্যম।
বাঙালী পরিচালক অনিক চৌধুরীর মালায়ালম ছবি “একাট্টি নৃত্যম” বিশ্বজুড়ে প্রশংসিত…………….
More from GeneralMore posts in General »
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘দিঘায় এল জগন্নাথ….।
- বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনাচক্র ও কলম সৈনিক সন্মাননা প্রদান….।
- পেহেলেগাঁও ঘটনার প্রতিবাদ ও সম্প্রীতির বাতাবরণ বজায় রাখতে মৌন মিছিল….।
- রেডওয়াইন এন্টারটেনমেন্ট’ পরিচালিত এবং বসাক ইন্টিরিয়র’ নিবেদিত দ্বিতীয় ‘বঙ্গ পুরুষ সম্মান অনুষ্ঠিত হল…।
- নিহিলেন্ট ঘোষণা করল এমোস্কেপ – নতুন যুগের ইমোশন এআই ইঞ্জিন যা প্রাচীন জ্ঞান দ্বারা উদ্বুদ্ধ হয়েছে….।
- Dabur Glucose launches ‘Energize India’ Campaign to promote Young Athletes in West Bengal….
Be First to Comment