অমিত দাস: ৫ জুলাই, ২০২০। গত মে মাসের ২০ তারিখে প্রবল ঘূর্ণিঝড় উমপুনের তান্ডবে শহর কলকাতায় প্রায় ১৫হাজার গাছের অকালে প্রাণ গেছে। শহর থেকে এক নিমেষে মানুষের সুস্থ ভাবে বেঁচে থাকার প্রয়োজনীয় অক্সিজেনের অনেকটাই নিঃশেষ হয়ে গেছে।
রাজ্য সরকার যেমন নতুন করে বৃক্ষ রোপনে এগিয়ে এসেছে ঠিক তেমনই এই প্রতিবেদকের টিম ও এগিয়ে এসেছে এই কাজে। প্রতিবেদকের কথায় একটি আবেদন রাখা হয়েছিল কলকাতার সবুজ সচেতন মানুষের কাছে। শহর জুড়ে বহু মানুষ আমাদের টিম এর সাথে যোগাযোগ করেছেন নিজের বাড়িতে মাটিতে গাছ লাগানোর জন্য। আজ থেকে সেই কাজের শুরু হলো চেতলা থেকে। চলবে শহর জুড়ে। আমাদের লাগানো গাছের যত্ন তারা নেবেন এবং প্রতি তিন মাসে গাছ গুলো কেমন আছে তার ছবি আমাদের পাঠাবেন।
এই ভাবে অল্প অল্প করেই এগিয়ে চলবে সবুজের অভিজান। অনেক মানুষ কলকাতার বাইরে থেকে গাছ লাগানোর জন্য আমাদের আবেদন করছেন তাদের উদ্দেশ্য বলছি আমাদের ইচ্ছে আছে কিন্তু উপায় নেই কারন, জেলাতে গাছ লাগানোর জন্য খরচ অনেক বেশি আর এই মুহুর্তে তা আমাদের আয়ত্তের বাইরে।
তবে আগামী বছর আমরা চেষ্টা করবো জেলা গুলোতে এই কাজ করতে। প্রতি মাসের নিজেদের মেম্বারশিপ দিয়ে এই কাজ করে চলেছি গত একবছর ধরে, আশা করি আমাদের প্রতিবন্ধকতা গুলো আপনারা অনুভব করতে পারবেন।
আজ খুব ভালো লাগছে এই নতুন প্রজেক্টের কাজ শুরু করে। আমরা চাই আমাদের মতো আরও অনেক দল এই পৃথিবীতে গড়ে উঠুক আরও অনেক সবুজ আবার ফিরে আসুক। সবুজের অভিযান ছড়িয়ে পরুক সারা পৃথিবী জুড়ে।
আজ যে সকল গাছ লাগানো হলো তা হলো দেবদারু, বকুল ও কাঞ্চন। আমাদের নিজেদের ভালো থাকার স্বার্থে সবুজ নিয়ে সচেতন হওয়া উচিত। সেইসাথে একটি পুরোনো কথা মনে রাখা উচিত “একটি গাছ একটি প্রাণ”।
এই লেখা পড়ে যদি কেউ গাছ লাগানোর ব্যাপারে উৎসাহিত বোধ করেন তা হলে আমাদের টিম এর সাথে যোগাযোগ করতে নিচের নম্বর এ ফোন, মেসেজ অথবা What’s app করতে পারেন। ( সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা)
☎9333335556 (অমিত)
☎ 8013620646 (মলয়)
Be First to Comment