গোপাল দেবনাথ: কলকাতা, ২৭ জুন, ২০২০। সারা বিশ্বজুড়ে করোনা ভাইরাসের অতি মহামারীর জন্য বিশ্বের অন্যান্য দেশের সাথে আমাদের দেশ তথা আমাদের রাজ্যেও দীর্ঘ লক ডাউনের ফলে মানুষ কর্মহীন হয়ে পড়েছে। সব চেয়ে বেশি আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দিন আনা দিন খাওয়া মানুষ।
এই লকডাউন চলাকালীন ই গত ২০শে মে আমাদের রাজ্যে প্রবল ঘূর্ণিঝড় আমপানের প্রভাবে তছনছ হয়ে গেছে রাজ্যের বেশ কয়েকটি জেলা।
দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪পরগনা সহ বিশেষ করে সুন্দরবন সংলগ্ন অঞ্চলে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে।
কলকাতা পুলিশের ভবানীপুর ট্রাফিক গার্ডের কর্মীবৃন্দ এর আগে গত ৭ই জুন দক্ষিণ ২৪পরগনায় বিপুল পরিমাণে ত্রাণসামগ্রী পৌঁছে দেয় দুঃস্থ ও আমপানে ক্ষতিগ্রস্ত মানুষের হাতে।
ওই সেবামূলক কাজের পরেও আত্মতুষ্টিতে না ভুগে আজ কলকাতা চিড়িয়াখানার সামনে রাজ্য সরকারের সমস্ত রকম নিয়ম ও দূরত্ব বিধি মেনে
১১০জন দুঃস্থ মানুষের হাতে মুড়ি, দুধ, বিস্কুট, চা, কেক, ক্রীমরোল, সয়াবিন, ফ্রুটি, মিনারেল ওয়াটার, সবজি, মাস্ক এবং স্যানিটাইজার তুলে দিল এই গার্ডের কর্মীবৃন্দ।
এত কাজের মাঝেও কলকাতা পুলিশের এই উদ্যোগ কে সকলে সাধুবাদ জানিয়েছেন।
এই মহতী উদ্যোগে সামিল হয়ে ছিলেন Wt 4sir, Tp9 sir, tp39 sir, tp59 sir, with sergeant’s, employee’s of BHPTP GUARD.
তথ্য সহায়তা- সার্জেন্ট অমিত কুমার সাউ।
Be First to Comment