Press "Enter" to skip to content

নাগ পুষ্প বা Snake Lily ফুল বা উদ্ভিদ কোনোটিই নয়, এটি একটি নরম প্রবাল…….

Spread the love

#নাগ পুষ্প বা Snake Lily#
———-সত্যি ও মিথ্যা———-

মৌমিতা মাইতি: ২২ জুন, ২০২০। নাগপুষ্প ফুল যা কেবল ৩৬ বছরে একবার ফোটে। এটি আজ সকাল সাড়ে তিনটায় মানস সরোবর হিমালয়ে, ফুটেছে। এই ধরণের খবর টা কম বেশী সবার মুঠোফোনে ফেসবুক বা what’sapp মারফত এসেছে। কিন্তু সত্যিটা আসলে নাগপুষ্প ফুল বা উদ্ভিদ কোনোটিই না।

এটি ২০১৩ সালে Gordon J. Bowbrick ছবিটি তুলেছিলেন এবং সামুদ্রিক কলম হিসাবে চিহ্নিত করেছিলেন। এটি একটি সামুদ্রিক প্রাণী, সহজ কথায় sea pen বা সমুদ্র কলম বলতে পারি যা অর্ডার Pennatulacea র অন্তর্গত একটি নরম প্রবাল। তাই পুষ্প হিসেবে কোনোভাবেই প্রাণীটি গ্রহণযোগ্য নয়।

তবে নাগ শব্দটির সাথে জড়িত বেশ কিছু ফুল ও উদ্ভিদ রয়েছে প্রকৃতিতে। যেমন নাগ চম্পা। এই ফুলটি নগলিঙ্গম নামেও পরিচিত। বড় সুগন্ধ যুক্ত ফুল ও বেশ বড় ফল দেয় যা সকলের ই পরিচিত।
নাগলিঙ্গম ছাড়াও রয়েছে ? লিলি বা ড্রাগন লিলি। সিকিম , লাভা, valley of flowers বিভিন্ন জায়গায় এর দেখা মেলে। বনে এবং ছায়ায় বৃদ্ধি। হালকা, হিমশীতল, শুকনো শীত এবং উষ্ণ, ভেজা গরমেও খাপ খাইয়ে নিতে পারে। পাতার মতো দেখতে সবুজ বা উজ্জ্বল রঙের হয়।

গোখরা লিলি হচ্ছে মাংসাশী উদ্ভিদের একটি প্রজাতি, Sarraceniaceae পরিবারের Darlingtonia গণের একমাত্র উদ্ভিদ। এটি উত্তর ক্যালিফোর্নিয়া ও ওরিগন রাজ্যের স্থানীয় উদ্ভিদ। গাছটি দেখতে অবিকল ফণা তোলা গোখরা সাপের মতই। আর এদের স্বভাবটাও কিন্তু আগ্রাসী ধরনের। কলসী উদ্ভিদের মতোই এরা মাংসাশী গাছ। অর্থাৎ বিশেষ কায়দায় পোকামাকড় শিকার করে এরা খাদ্যগ্রহণ করে থাকে।

উদ্ভিদ জগতে এমনি বহু বিচিত্র গাছ রয়েছে যা প্রাণী সদৃশ আবার বহু প্রাণী রয়েছে যা উদ্ভিদ সদৃশ। তবে প্রাণী উদ্ভিদের তফাতটা যেহেতু থেকেই যায়, তাই নাম যাই হোক না কেনো আমাদের বিবেচনা করে দেখে নিতে হবে।

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.