



জে. ডব্লিউ. মেরিয়ট হোটেলে অনুষ্ঠিত হল এক দিনের দিওয়ালি শপিং ধামাকা। এই মেলার আয়োজনে প্রাক্তন মিস কলকাতা এবং মিসেস ইন্ডিয়া আই.এ.বি ২০১৮ দ্বিতীয় স্থানাদিকারিণী লোপামুদ্রা মন্ডল। উপস্থিত সাংবাদিকদের জানালেন মাত্র কয়েক দিন পর কালীপুজো ও দীপাবলী উৎসব, সেই সব কথা মাথায় রেখে মাত্র এক দিনের জন্য এই মেলা। নিত্য প্রয়োজনীয় বহু সামগ্রী এই মেলায় পাওয়া যাচ্ছে। মাত্র পঞ্চাশ টাকা থেকে পাঁচলাখ টাকার জিনিস ও পাওয়া যাচ্ছে এই মেলায়। এখানে পাওয়া যাচ্ছে জামা কাপড়, ফুজি ইন্সটা ক্যামেরা, মেকআপের সামগ্রী, গহনা, গৃহশয্যা, খাওয়া দাওয়া সহ নানা ধরণের উপহার সামগ্রী প্রায় সব কিছুই ন্যায্য দামে ই পাওয়া যাচ্ছে বলে লোপার দাবি। এই মেলায় যোগদান করেছে দিল্লি, মুম্বাই, বারাণসী, কলকাতা সহ ভারত বর্ষের নানা প্রদেশ থেকে। গত আট বছর ধরে পাঁচ তারা হোটেলে এই ধরণের একদিনের মেলার আয়োজন করে চলেছে সকলের প্রিয় লোপামুদ্রা মন্ডল। — গোপাল দেবনাথ।




Be First to Comment