বাবলু ভট্টাচার্য: ঢাকা, আজ ২২মে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস। ইংরেজিতে বলা হয় International Day for Biological Diversity. বৈশ্বিক পরিমন্ডলে জীববৈচিত্র্য সম্পর্কে ধারণা ও সচেতনতা বৃদ্ধি এবং করণীয় নির্ধারণে দিবসটি গুরুত্বপূর্ণ। এ বছর দিবসটির ছাব্বিশ বছর পূর্তি হচ্ছে। ২০০০ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ ২২ মে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস হিসেবে সমগ্র পৃথিবীতে উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করে। জীববৈচিত্র্য বলতে বৈচিত্র্যময় জীব অর্থাৎ বিভিন্ন উদ্ভিদ, প্রাণী ও অণুজীবের সমষ্টি এবং সম্মিলিতভাবে এদের সৃষ্ট প্রতিবেশকে বোঝানো হয়। দ্রুত জনসংখ্যা বৃদ্ধি; মানুষের জীবনযাপনে বিলাসিতার আধিক্য জীববৈচিত্র্যকে ধ্বংস করছে। মানুষই যেহেতু জীববৈচিত্র্য ধ্বংসের জন্য দায়ী; রক্ষাও মানুষেরই দায়িত্ব। তাই আগামী প্রজন্মের জন্য পরিবেশবান্ধব বাসযোগ্য বিশ্ব রেখে যেতে বর্তমান প্রজন্মকেই জীববৈচিত্র্য রক্ষায় দায়িত্ব নিতে হবে।
আজ আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস…..
More from GeneralMore posts in General »
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘দিঘায় এল জগন্নাথ….।
- বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনাচক্র ও কলম সৈনিক সন্মাননা প্রদান….।
- পেহেলেগাঁও ঘটনার প্রতিবাদ ও সম্প্রীতির বাতাবরণ বজায় রাখতে মৌন মিছিল….।
- রেডওয়াইন এন্টারটেনমেন্ট’ পরিচালিত এবং বসাক ইন্টিরিয়র’ নিবেদিত দ্বিতীয় ‘বঙ্গ পুরুষ সম্মান অনুষ্ঠিত হল…।
- নিহিলেন্ট ঘোষণা করল এমোস্কেপ – নতুন যুগের ইমোশন এআই ইঞ্জিন যা প্রাচীন জ্ঞান দ্বারা উদ্বুদ্ধ হয়েছে….।
- Dabur Glucose launches ‘Energize India’ Campaign to promote Young Athletes in West Bengal….
Be First to Comment