Press "Enter" to skip to content

অল ইন্ডিয়া ইনকাম ট্যাক্স এস সি,এস টি এমপ্লয়িস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ….।

Spread the love

নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ৯ জানুয়ারি, ২০২৬। প্রচন্ড শীতে দুঃস্থ ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এল অল ইন্ডিয়া ইনকাম ট্যাক্স এসসি/এসটি এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ।
এই সংগঠনের পশ্চিমবঙ্গ ইউনিটের উদ্যোগে ও উৎকর্ষে আরোহনের সহযোগীতায় অনুষ্ঠিত হয়ে গেল শীতবস্ত্র বিতরণ কর্মসূচি। ‘মেকিং দিস উইন্টার ওয়ার্মার ফর অল’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করা হয় শুক্রবার কলকাতার আয়কর ভবন অ্যানেক্স ভবনের ইনকাম ট্যাক্স স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবে।
সমাজের বিভিন্ন প্রান্ত থেকে আসা দুঃস্থ ও শীতকাতর মানুষের হাতে প্রয়োজনীয় শীতবস্ত্র তুলে দেন পশ্চিমবঙ্গ ও সিকিম বিভাগের প্রিন্সিপ্যাল চিফ কমিশনার অফ ইনকাম ট্যাক্স সুরভী ভার্মা গর্গ। তিনি বলেন, শীতের মরশুমে মানুষের কষ্ট লাঘব করতেই এই মানবিক উদ্যোগ খুবই প্রসংশনীয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইটিএসইডব্লিউএ–র পশ্চিমবঙ্গ ইউনিটের যুগ্ম সম্পাদক সত্যব্রত প্রামানিক বলেন, সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষের পাশে দাঁড়ানো শুধু দায়িত্ব নয়, এটি মানবিক কর্তব্যও। এ ধরনের উদ্যোগ সামাজিক সংহতি ও সহমর্মিতার বন্ধন আরও দৃঢ় করে।
এদিন সংগঠনের পক্ষ থেকে ভাঙড় স্পোর্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন কে ১০ হাজার টাকা তুলে দেওয়া হয় আদিবাসী মহিলা ফুটবল খেলোয়াড়দের উন্নয়নের জন্যে।
সংস্থার সেক্রেটারি অমিত সুর বলেন, বিরভূম, বাঁকুড়া, বর্ধমান সহ বিভিন্ন জেলা থেকে আদিবাসী মহিলাদের খেলার প্রতি আগ্রহ গড়ে তুলতে এই টাকা খরচ করা হবে।

More from InternationalMore posts in International »
More from SocialMore posts in Social »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.