Press "Enter" to skip to content

হিন্দুস্থান ক্লাবে বিশ্ব হিন্দু সনাতন বোর্ড পশ্চিমবঙ্গে নতুন নেতৃত্ব ঘোষণা করল, ঐক্য, সেবা ও অরাজনৈতিক সমাজসেবার অঙ্গীকার পুনর্ব্যক্ত…।

Spread the love

নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ২৯ ডিসেম্বর, ২০২৫।  বিশ্ব হিন্দু সনাতন বোর্ড সোমবার কলকাতায় আয়োজিত এক সংবাদমাধ্যমের সঙ্গে মতবিনিময় সভায় পশ্চিমবঙ্গের জন্য তাদের নতুন নেতৃত্বের ঘোষণা করেছে। এই ঘোষণা রাজ্যজুড়ে সংগঠনের সাংগঠনিক উপস্থিতি ও সামাজিক উদ্যোগ আরও জোরদার করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোর্ডের আন্তর্জাতিক সভাপতি ডা. বীরেন দাভে।

সংবাদমাধ্যমকে সম্বোধন করে ডা. বীরেন দাভে আনুষ্ঠানিকভাবে নবনিযুক্ত পদাধিকারীদের পরিচয় করিয়ে দেন। তাঁদের মধ্যে রয়েছেন—শ্রী সৌরিন ভাট রাজ্য সভাপতি (পশ্চিমবঙ্গ), শ্রী অনুরাগ মজুমদার রাজ্য সম্পাদক, শ্রী সৌভিক বিশ্বাস যুগ্ম সম্পাদক এবং শ্রী হিমাদ্রি বন্দ্যোপাধ্যায় নগর সভাপতি, কলকাতা। পাশাপাশি জাতীয় স্তরে ডা. অভয় তিওয়ারি জাতীয় যুগ্ম সম্পাদক, শ্রী মিকু সোনি জাতীয় কার্যনির্বাহী সদস্য এবং শ্রী শান্তনু বন্দ্যোপাধ্যায় রাজ্য কার্যনির্বাহী সদস্য হিসেবে নিযুক্ত হন। এই ঘোষণার মাধ্যমে সমন্বিত বিকাশ ও বৃহত্তর সামাজিক প্রভাবের লক্ষ্যে একটি নবতর ও সুসংগঠিত নেতৃত্বের ইঙ্গিত দেওয়া হয়।

ডা. বীরেন দাভে বলেন, বিশ্ব হিন্দু সনাতন বোর্ড প্রতিষ্ঠিত হয়েছে হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ করা, সামষ্টিক চেতনার জাগরণ ঘটানো এবং অন্তর্ভুক্তিমূলক ও গঠনমূলক উদ্যোগের মাধ্যমে মানবসেবায় আত্মনিয়োগ করার মূল উদ্দেশ্যে। তিনি উল্লেখ করেন, সংগঠনটি নিয়মিতভাবে বিভিন্ন সমাজকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে, যার মধ্যে রয়েছে চিকিৎসা শিবির ও রক্তদান শিবির, যোগ ও সুস্থতা বিষয়ক উদ্যোগ, গো-রক্ষা কার্যক্রম এবং সাংস্কৃতিক ও ধর্মীয় সচেতনতা বৃদ্ধির কার্যকলাপ।

বোর্ডের অরাজনৈতিক চরিত্রের ওপর জোর দিয়ে ডা. দাভে স্পষ্টভাবে জানান যে এই সংগঠন কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়। তিনি বলেন, “আমাদের লক্ষ্য রাজনৈতিক নয়। আমাদের লক্ষ্য ঐক্য, সচেতনতা ও মানবসেবা।” তিনি আরও যোগ করেন, বোর্ড সর্বদা শান্তি, সম্প্রীতি ও সকল সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধের পক্ষে কথা বলে এবং একই সঙ্গে অন্যায় ও জোরপূর্বক ধর্মান্তরের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করে।

সংগঠনের বৈশ্বিক উপস্থিতির কথা উল্লেখ করে ডা. বীরেন দাভে জানান, বিশ্ব হিন্দু সনাতন বোর্ড কেবল ভারতেই নয়, নেপাল, কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকাতেও সক্রিয়ভাবে কাজ করছে। অভিন্ন সাংস্কৃতিক মূল্যবোধ ও সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে এই দেশগুলির মধ্যে পারস্পরিক সংযোগ গড়ে তোলা হচ্ছে।

যুবসমাজের সম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বোর্ডের লক্ষ্য হল নতুন প্রজন্মকে আধ্যাত্মিক জ্ঞান, সাংস্কৃতিক ঐতিহ্য ও নৈতিক নেতৃত্বের সঙ্গে পুনরায় সংযুক্ত করা। অনুষ্ঠানের শেষে শান্তি, সামাজিক সম্প্রীতি ও অর্থবহ সমাজসেবার জন্য এক যৌথ আহ্বান জানানো হয়, যখন নতুন নেতৃত্ব পশ্চিমবঙ্গ জুড়ে বোর্ডের কার্যক্রম আরও সম্প্রসারিত করার প্রস্তুতি নিচ্ছে।

More from CultureMore posts in Culture »
More from GeneralMore posts in General »
More from InternationalMore posts in International »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.