মৌবনী সরকার : অভিনেত্রী ও বিশিষ্ট নৃত্যশিল্পী। কলকাতা, ১ অক্টোবর, ২০২৫।
সময় থেমে থাকতে চায় না,
সময় চায় আগে ভাগে সব কিছু বুঝিয়ে দিতে,
সাজিয়ে নিতে,
তাই আজ সন্ধ্যাবেলায়, সন্ধি পূজার সময়,
শ্রীরাম রাবণকে কি ভাবে বধ করেছিলেন,
তার কিছু মুহূর্ত দুর্গা মায়ের রহস্যময়ী হাসিতে ঠাকুর মশাই খুঁজে পেলেন….।
আমিও অঞ্জলীর ফুল মায়ের চরণের দিয়ে এলাম,
আজ এক অলৌকিক অষ্টমী তিথির রাত।
হবে না আর কোনো অন্যায় বা অত্যাচারে নিরীহদের রক্তপাত।
মা আছেন আর তার প্রদীপ সারা রাত জ্বলবে,
যত রাতই হোক না কেন,
অন্যায় যে বেশী দিন থাকতে পারে না ,
তারায় ভরা কালো আকাশে মেঘও তাই বলছে যেন!
সময়ের অনেক মূল্য কিন্তু যা দিয়ে আমরা সময় ভরিয়ে তুলেছি,
তার সব কাণ্ড জ্ঞান হারিয়েছি,
কখনো বা ভুলেছি!
এই সব কি কারণেই বা হয়েছে?
হাওয়ায় গাছ দুলছে,
ওই যে সিংহের গর্জন শোনা যাচ্ছে –
ওই যে মা দুর্গার ত্রিনয়নের নিচে ব্যাকা চাঁদ আকাশে দেখা গেছে।
আজ ঢাকের তালে পুরো জগৎ নেচে উঠেছে!
মা মহিষাসুরকে বধ করেছেন !
মা সারা দিয়েছেন।
Be First to Comment