অর্জুন চক্রবর্তী : অভিনেতা ও সঙ্গীতশিল্পী।
সারাটা দিন মেঘলা দুয়ারে দাঁড়ানো ।
রোজ আসা চড়াই পাখির দেখা নেই।
দানা খুঁটে খেটে খাওয়া কি কম কথা!
খবরে কাগজ ভিজে।
রাগতে গিয়ে চোখ যায়, দু লাইন।
কয়েকটি গ্রাম ভেসে গেছে।
স্তব্ধ আমি, গলা বুজে আসে।
নিজের নির্মমতার প্রত্যক্ষদর্শী আমি।
আজ কোন এক দেবতার ছুটি ঘোষণা।
পাশের বাসায় মদের আসর।
দুর্নীতি নিয়ে ঠাট্টা তামাশা, কথা না চিৎকার,
নিঃস্ব রিক্ত কিছু একটা কিলবিল করে।
যন্ত্রনায় উৎসব খুঁজে চলে কিছু মাতাল।
প্রেয়সী অন্ধকারে গর্ব হাতড়ে বেড়ায়।
তার মরদ তাকে করে দিশেহারা।
কবির গলা বুজে আসে।
কাপুরুষতার রুগ্ন রাগ, পোকা মাকড় যেন।
পুজোর ছুটিতে সুন্দর বন, বাঘ, কুমির ও ইলিশের তেল, ডিম!
দুর্নীতির বিরুদ্ধে এক পা….।
গেলাসের জল হেঁসে ওঠে।
“আহ্ করো কি কর্তা, কোথায় চললে, এখনো রজনী বাকি”!
কিছুই নেই, ছিল না কোন দিন!
গলা বুজে আসে।
তাহলে কি সবাই মিলে ঠকাল?
ছায়াহীন কিছু একটা নড়ে চড়ে এগিয়ে আসে।
ঝেঁপে নামে বৃষ্টি ।
কবি ও কবিতা….।

More from InternationalMore posts in International »
- ‘যুগলবন্দী একাডেমি’র চতুর্থ বর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠান….।
- স্বামী প্রনবানন্দ মহারাজের আবির্ভাব বর্ষে ১৩০ নদীর পবিত্র জল দিয়ে মহাভিষেক,আনন্দে ভাসল এলাকা….।
- নারায়ণা হেলথ, বেঙ্গালুরু কর্তৃক কলকাতায় থ্যালাসেমিয়া রোগীদের জন্য পূর্ব ভারতের অন্যতম বৃহত্তম এইচএলএ টেস্টিং ক্যাম্পের আয়োজন….।
- বিধাননগরের বিভিন্ন প্রান্তের নাগরিকদের নিয়ে অনুষ্ঠিত হল সিটিজেনস মিট….।
- চলছে এখন এস,আই,আর(SIR)…।
- যুবভারতীতে বেটন কাপে চ্যাম্পিয়ন সেনা দল….।
More from PoemMore posts in Poem »
More from Writer/ LiteratureMore posts in Writer/ Literature »

















Be First to Comment