নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ১৩ সেপ্টেম্বর, ২০২৫।সাসটেইনেবল ওয়েস্ট ম্যানেজমেন্ট তথা টেকসই বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে অসামান্য গবেষণা ও অবদানের স্বীকৃতিস্বরূপ শুক্রবার কলকাতার ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট-এ প্রদান করা হল আই এ এম এক্সেলেন্স এওয়ার্ড ইন রিসার্চ। আই ই এম এর সল্টলেক ক্যাম্পাসে ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে চতুর্থ আন্তর্জাতিক সম্মেলনে শুক্রবার এই পুরষ্কার তুলে দেওয়া হয় বর্জ্য ব্যাবস্থাপনা নিয়ে যারা নিরলস গবেষণা করছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশ-বিদেশের বহু খ্যাতনামা গবেষক, অধ্যাপক ও প্রযুক্তিবিদ।
পুরস্কৃত করা হয় স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃত বিশ্বের শীর্ষ দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় অন্তর্ভুক্ত তিন প্রখ্যাত গবেষক অধ্যাপক সাধন কুমার ঘোষ, অধ্যাপক ব্রজেশ কুমার দুবে এবং অধ্যাপক সুনীল কুমার। তাঁরা দীর্ঘদিন ধরে বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশগত স্থায়িত্ব বিষয়ে পথপ্রদর্শকের ভূমিকা পালন করে চলেছেন। অধ্যাপক সাধন কুমার ঘোষ বর্জ্য ব্যবস্থাপনা গবেষণায় বিশ্বে ১৮তম স্থান অর্জন করেছেন।
আয়োজক সংস্থা আই ই এম কর্তৃপক্ষ জানায়, টেকসই উন্নয়নের পথে বিশ্বের অন্যতম প্রধান চ্যালেঞ্জ হল পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা। এই তিন বিজ্ঞানীর গবেষণা কেবল ভারত নয়, আন্তর্জাতিক স্তরেও উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। তাঁদের উদ্ভাবনী কাজ ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশ রক্ষায় নতুন দিশা দেখাবে বলেও আশাবাদী তারা।
অধ্যাপক সাধন কুমার ঘোষ বলেন, এ ধরনের সম্মেলন তরুণ গবেষকদের আরো বেশি উৎসাহিত করবে এবং সুষ্ঠ বর্জ্য ব্যাবস্থাপনার ক্ষেত্রে অনেক নতুন নতুন উদ্বাবনী দিক উঠে আসবে।
দীর্ঘমেয়াদি বর্জ্য ব্যাবস্থাপনা নিয়ে গবেষণায় কলকাতায় পুরষ্কৃত তিন বিজ্ঞানী….।

More from EducationMore posts in Education »
- জোড়াসাঁকোর নোপানি হাইস্কুলে সরস্বতী পুজো, প্রাক্তনী ও পড়ুয়াদের মিলনমেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান…।
- Madurdaha School Celebrates Holistic Education with Sports and Culture at SATTA ULLAS 26….
- ICSI organizes Indian Technical and Economic Cooperation (ITEC) Programme under the aegis of the Ministry of External Affairs….
- আই আইএইচটির প্রতিষ্ঠাবার্ষিকী গ্রামীণ জনস্বাস্থ্য পরিষেবার দিশারী ডা. বিরল মল্লিকের ৯৯তম জন্মদিবস উদযাপন…।
- RETRONOMIC RISE: XBS Ready to Ignite ‘Retroverse’ at Xaviesta 4.0….
- বি এস ইউ প্রয়াস মক টেস্ট এর উদ্যোগে দ্বিতীয় মক টেস্ট শুরু হল….।
More from InternationalMore posts in International »
- জোড়াসাঁকোর নোপানি হাইস্কুলে সরস্বতী পুজো, প্রাক্তনী ও পড়ুয়াদের মিলনমেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান…।
- উত্তর কলকাতার স্কটিশ চার্চ কলেজের মাঠে শুরু হল তিন দিনের আন্তঃকলেজ জেলা ক্রীড়া প্রতিযোগিতা এবং ফুটবল ও খো খো চ্যাম্পিয়নশিপ….
- TV9 বাংলার নুতন নিউজ সিরিজ ‘আইপ্যাক-এ ধুন্ধুমার!’…।
- প্রেস ক্লাব কলকাতায় দেব সাহিত্য কুটীর এর ৩৭ টি গ্রন্থ প্রকাশিত হল….।
- ভাপা পিঠে ধোঁয়া উঠে, গন্ধ লাগে নাকে ছুটে….।
- নৃতাল ছন্দের ৩০ বছর অতিক্রম,৩০ এর জলসায় মেতে উঠল কলকাতা….।
More from ScienceMore posts in Science »
- সুন্দরবনে ড্রোনের মাধ্যমে তাজা মাছ এবার পৌঁছে যাবে শহরে, উন্নয়নের নতুন দিগন্ত খুলে যাবে…।
- হরিপাল মেলা উদ্বোধন হল ‘বন্দেমাতরম’ মঞ্চে…।
- NCSM Wins Prestigious CIMUSET Award for Science City Kolkata’s “On The Edge?” Climate Change Gallery….
- টেঁকসই উন্নয়নের লক্ষ্যে বিজ্ঞান শাখার মহাজোট….।
- চন্দ্রযান ৩ এর সাফল্যে মহাকাশভিত্তিক কুইজ প্রতিযোগিতা কলকাতায় আয়োজিত হল..।
- The Tagore Society for Rural Development Mangrove Research Centre: A Beacon of Sustainability in Sunderbans….

















Be First to Comment