Press "Enter" to skip to content

গান অ্যান্ড শেল ফ্যাক্টরি, কাশীপুরে ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন…।

Spread the love

নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ১৫ আগষ্ট, ২০২৫। গান অ্যান্ড শেল ফ্যাক্টরি (GSF), কাশীপুর আজ তার ঐতিহ্যবাহী প্রাঙ্গণে বিপুল দেশাত্মবোধ ও উদ্দীপনার সঙ্গে ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন করেছে। অনুষ্ঠানটি শুরু হয় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে, যেটি উত্তোলন করেন শ্রী সুবীর কুমার সাহা, আইওএফএস, মুখ্য মহাপ্রবন্ধক (CGM), গান এন্ড শেল ফ্যাক্টরি। এর পর জাতীয় সঙ্গীত পরিবেশন ও ডিফেন্স সিকিউরিটি কর্পস কর্তৃক গার্ড অব অনার প্রদান করা হয়।

মুখ্য মহাপ্রবন্ধক তাঁর বক্তব্যে কারখানার প্রতিরক্ষা খাতে ধারাবাহিক অবদান এবং জাতীয় সেবায় অটল প্রতিশ্রুতির কথা তুলে ধরেন। তিনি স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং সকল কর্মচারীকে ঐক্য, সততা ও শৃঙ্খলার মূল্যবোধ অটুট রাখার আহ্বান জানান।

২০২৪ সালের জন্য গান অ্যান্ড শেল ফ্যাক্টরি-কে “সেরা ইউনিট” হিসেবে মনোনীত করেছে অ্যাডভান্সড উইপনস অ্যান্ড ইকুইপমেন্ট ইন্ডিয়া লিমিটেড (AWEIL)। এই স্বীকৃতি প্রদান অনুষ্ঠানের এক গৌরবময় মুহূর্ত হিসেবে চিহ্নিত হয় । এই পুরস্কারটি উৎপাদন দক্ষতা, গুণমান নিশ্চিতকরণ, সময়মতো সরবরাহ, উদ্ভাবন এবং কর্মী সম্পৃক্ততার ক্ষেত্রে গান এন্ড শেল ফ্যাক্টরির অসামান্য সাফল্যকে স্বীকৃতি জানায়।

একই দিনে, গান এন্ড শেল ফ্যাক্টরি পরিবারের পক্ষ থেকে শ্রী শান্তনু সাহা, আইওএফএস, মহাপ্রবন্ধক, AWEIL-এর সদর দপ্তর, কানপুরে আয়োজিত অনুষ্ঠানে, AWEIL-এর সি.এম.ডি. শ্রী উমেশ সিং, আইওএফএস-এর হাত থেকে “সেরা ইউনিট” পুরস্কার গ্রহণ করেন। এছাড়া, শ্রী সুবীর কুমার সাহা, আইওএফএস, মুখ্য মহাপ্রবন্ধক, গান এন্ড শেল ফ্যাক্টরির কর্মীদের মধ্যে হাতঘড়ি ও নগদ পুরস্কার বিতরণ করেন, যা সমগ্র কর্মচারীদের সম্মিলিত সাফল্য ও অঙ্গীকারের প্রতীক।

AWEIL-এর সেরা ইউনিট হিসেবে এই স্বীকৃতি “মেক ইন ইন্ডিয়া” এবং “আত্মনির্ভর ভারত” উদ্যোগের সাথে সঙ্গতিপূর্ণ, যা আমদানি নির্ভরতা হ্রাস ও দেশীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে সরকারের প্রতিশ্রুতি আরও দৃঢ় করে।

এছাড়া, ১২ থেকে ১৫ আগস্ট ২০২৫ তারিখ পর্যন্ত “হর ঘর তিরঙ্গা” অভিযানে গান এন্ড শেল ফ্যাক্টরির সকল কর্মচারী সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এই উপলক্ষে প্রভাত ফেরি, তিরঙ্গা র‍্যালি এবং তিরঙ্গা প্রদর্শনীর মতো নানা অনুষ্ঠানও আয়োজন করা হয় গান এন্ড শেল ফ্যাক্টরি এবং তার আবাসিক এলাকায়। যেখানে কারখানার সকল স্তরের কর্মীরা অংশগ্রহণ করেন।

মুখ্য মহাপ্রবন্ধক গান এন্ড শেল ফ্যাক্টরির সকল কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিককে এই গুরুত্বপূর্ণ সাফল্যের জন্য অভিনন্দন জানান। তিনি এই “সেরা ইউনিট” পুরস্কারটিকে সমগ্র GSF পরিবারের সম্মিলিত প্রচেষ্টার ফসল হিসেবে উৎসর্গ করেন এবং ভবিষ্যতে আরও উচ্চতর সাফল্য অর্জনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

More from GeneralMore posts in General »
More from InternationalMore posts in International »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.