নিজস্ব সংবাদদাতা : কলকাতা, ৯ আগস্ট, ২০২৫। ভারতের অন্যতম বিশ্বস্থ প্রতিষ্ঠান HNS GOLD গত ৯ বছর ধরে সুনামের সাথে ব্যবসা করে চলেছে। তাদের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকীতে কোম্পানির সিইও সুনীল কুমার একে, পরিচলক সাজিশ সাথ্যনন্দন ও কোম্পানির প্রধান উপদেষ্ঠা অভিজিৎ মজুমদার সহ সকলেই কোম্পানির কর্মসূচি তুলে ধরেন। গত ৯ বছরে, HNS Gold সারা ভারতে ৭ লক্ষেরও বেশি গ্রাহককে পরিষেবা দিয়েছে, যা আস্থা, স্বচ্ছতা এবং আর্থিক ক্ষমতায়নের প্রতীক হয়ে উঠেছে। পুরনো, অব্যবহৃত বা বন্ধক রাখা সোনা ও রূপা কেনার জন্য সর্বোচ্চ বাজারমূল্যে তাৎক্ষণিক পেমেন্ট এবং বিনামূল্যে খাঁটি পরীক্ষার জন্য আধুনিক জার্মান এর তৈরি ক্যারেট রিডিং প্রযুক্তি ব্যবহারের জন্য সুপরিচিত।
সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে, সিইও ও প্রতিষ্ঠাতা সুনীল কুমার একে বলেন:”আমাদের যাত্রা শুরু হয়েছিল একটি সহজ লক্ষ্য নিয়ে – মানুষের সোনার প্রকৃত মূল্য পাওয়ার অধিকার নিশ্চিত করা, যাতে প্রয়োজনে তারা প্রতারণা বা লুকানো খরচের শিকার না হয়। ভারতে আমরা বহু গ্রাহককে তাদের সোনার অর্ধেক মূল্যে বিক্রি করতে বাধ্য হতে দেখেছি। HNS Gold-এ আমরা ১০০% মূল্য, শূন্য গলন এবং মাত্র ৫ মিনিটে তাৎক্ষণিক পেমেন্ট নিশ্চিত করি – যাতে আর্থিক জরুরী পরিস্থিতিতে গ্রাহকরা ক্ষমতায়িত হতে পারেন।”
তথাকথিত ভারতবর্ষে প্রচুর এই ধরনের কোম্পানি সাধারণ মানুষকে পরিষেবা দেবার নাম করে প্রতারণা করছে সেই কারণে HNS Gold সঠিক পরিষেবার দেবার বদ্ধপরিকর। এই বছর পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও আসামে ৫০টি নতুন শাখা চালু হবে। যার ফলে পূর্ব ভারতের হাজার হাজার যুবক-যুবতী সরাসরি কর্মসংস্থানের সুযোগ হবে।
সাংবাদিক সম্মেলনে প্রতিষ্ঠাতা ও সিইও সুনীল কুমার একে বলেন HNS Gold সম্পূর্ণভাবে সরকারি নিয়ম মেনে চলে, স্বচ্ছ ব্যবসায়িক প্রক্রিয়ায় কাজ করে এবং গত ৯ বছরে লক্ষ লক্ষ ভারতীয়ের আর্থিক সংকট সমাধানে ভূমিকা রেখেছে। Gold Private Limited পুরনো ও নতুন সোনা এবং রূপার গয়না ও কয়েন কেনা, গ্রাহকের গোল্ড লোন পরিশোধে সহায়তা করা, এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিনামূল্যে খাঁটি পরীক্ষার মতো সেবা প্রদান করে থাকে। কোম্পানি তাৎক্ষণিক ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে অর্থ প্রদান করে, গলন বা লুকানো কাটছাঁট ছাড়াই এবং সর্বদা গ্রাহককে অগ্রাধিকার দেয়।













Be First to Comment