নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ২৪ জুলাই, ২০২৫। ভারতের আয়কর প্রবর্তনের ঐতিহাসিক দিনটিকে স্মরণ করে পশ্চিমবঙ্গ ও সিকিমের আয়কর বিভাগ কলকাতার সায়েন্স সিটি মিনি অডিটোরিয়ামে ১৬৬তম আয়কর দিবস অত্যন্ত উৎসাহ ও মর্যাদার সঙ্গে উদযাপন করল। এই অনুষ্ঠানটি জাতীয় উন্নয়নে করদাতাদের অবদানকে স্বীকৃতি দেওয়ার প্রতি বিভাগের অঙ্গীকারকে সম্মান জানানো এবং প্রত্যক্ষ কর প্রশাসনের নিরলস প্রচেষ্টাকে প্রতিফলিত করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কর্ণাটক হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি শ্রী শুভ্র কমল মুখার্জি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ও বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি শ্রী সৌরভ গাঙ্গুলি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পশ্চিমবঙ্গ ও সিকিমের আয়কর বিভাগের প্রধান মুখ্য আয়কর আয়ুক্ত (Principal Chief Commissioner of Income Tax) শ্রীমতি সুরভি বর্মা গার্গ, ছিলেন পশ্চিমবঙ্গ, সিকিম ও উত্তর-পূর্বাঞ্চলের আয়কর (অনুসন্ধান) বিভাগের মহাপরিচালক (Director General of Income Tax) শ্রী অশোক কুমার সারোহা। বিভাগের বিভিন্ন স্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা ও কর্মচারীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সন্মানীয় বক্তাগণ তাঁদের ভাষণে করদাতাদের এক দৃঢ় ও স্বনির্ভর জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্বীকার করেন। তাঁরা রাজস্ব সংগ্রহে বিভাগের প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন এবং অর্থনৈতিক বৃদ্ধি বজায় রাখতে স্বেচ্ছায় কর পরিশোধের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানের অংশ হিসেবে বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের কৃতিত্বপূর্ণ সেবা ও নিষ্ঠার জন্য সংবর্ধনা দেওয়া হয়। “Young Tax Leaders Campaign”-এর অংশ হিসেবে নির্বাচিত কেন্দ্রীয় বিদ্যালয়ের একাদশ ও দ্বাদশ শ্রেনীর ছাত্রছাত্রীদের জন্য রচনা লেখা ও পোস্টার তৈরি প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিটি বিভাগের শীর্ষ তিনজন বিজয়ীকে অনুষ্ঠানে সংবর্ধিত করা হয়।
অনুষ্ঠানের সমাপ্তি ঘটে কর সচেতনতা বৃদ্ধির অঙ্গীকার এবং দেশ গঠনে গর্বিত অংশীদার হিসেবে নাগরিকদের আর্থিক দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করার নবীন প্রতিশ্রুতি গ্রহণের মাধ্যমে।
পশ্চিমবঙ্গ ও সিকিমের আয়কর বিভাগ কলকাতার সায়েন্স সিটিতে ১৬৬তম আয়কর দিবস উদযাপন করল…।

More from FinanceMore posts in Finance »
- ICSI commemorates 25 years of ICSI National Awards for Excellence in Corporate Governance….
- HDFC Bank Conducted Over 4000 Cyber Fraud Awareness Workshops in the Country….
- ICSI proposes principle-based approach to address Climate Change….
- এল আই সি আই বেলেঘাটা শাখার উদ্যোগে বিমা র্যালি….।
- Airtel Payments Bank crosses ₹800 crore in Quarterly Revenue for the First Time…..
- Kolkata to Host Global Brand Guru Erich Joachimsthaler at the 24th Edition of India’s Leading Brand Management Platform – CII Brand Conclave 2025….
More from InternationalMore posts in International »
- সাফ ক্লাব কাপ খেতাব জয়ী লাল হলুদ মেয়েদের সম্বর্ধনা…..।
- বি এস ইউ প্রয়াস মক টেস্ট এর উদ্যোগে দ্বিতীয় মক টেস্ট শুরু হল….।
- মণিপাল হাসপাতাল ঢাকুরিয়া-তে অত্যাধুনিক মাস্কিউলোস্কেলেটাল (MSK) রেডিওলজি ক্লিনিকের সূচনা….।
- সুন্দরবনের উৎপাদিত দ্রব্য বিশ্ববাজারে পৌঁছে দিতে উদ্যোগ ন্যাশানাল স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের….।
- হরিপাল মেলা উদ্বোধন হল ‘বন্দেমাতরম’ মঞ্চে…।
- দুষ্কৃতীদের তান্ডবের প্রতিবাদে প্রথম আলোর সাংবাদিকরা আজ রাস্তায়….।












Be First to Comment