নিজস্ব প্রতিনিধিঃ কলকাতা, ২৯ জুন, ২০২৫। আগুন। গোটা বিশ্ব জুড়ে আগুন জ্বলেছে শেষ দু সপ্তাহে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কেড়ে নিয়ে ছিল প্রায় ৮ কোটি মানুষের প্রাণ। এবার তৃতীয় বিশ্বযুদ্ধের দোরগোড়ায় দাঁড়িয়ে আমরা। এক ভয়ঙ্কর দুঃস্বপ্নের দিকে এগিয়ে চলছিলাম। আর এই যুদ্ধের সূচনা হয়েছিল পশ্চিম এশিয়ায়। তেহরানে। ১৩ই জুন। অন্ধকার নামার পর। সেদিন ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছিলেন, ইজরায়েল ইরানকে ততক্ষন মারবে যতক্ষন প্রয়োজন হবে। মার্কিন বিমান বাহিনী আর সাবমেরিন আক্রমণ করে ইয়ানকে। কিন্তু না, বেশিদিন এই যুদ্ধ চলেনি। দু সপ্তাহেই আপাতত থেমেছে যুদ্ধ। কিন্তু এই যুদ্ধ করে ইজরায়েলের লাভ কী হল? কেন আমেরিকা জড়িয়ে পড়ল এই যুদ্ধে? ইরান কী শিক্ষা পেল নিউক্লিয়ার অস্ত্র তৈরি করার জন্য? কেন হল যুদ্ধ? শুধুমাত্র ইগোর লড়াই? আমেরিকা ইজরায়েলের দাদাগিরি? কী কারণ লুকিয়ে? আর শুধু কি আমেরিকা, রাশিয়াও তো দিনের পর দিন দাদাগিরি করছে। ইউক্রেন দেশটা শেষ তিনবছরে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কবে থামবে সেই যুদ্ধ? রাশিয়া সত্যি কি হাসিল করলো এই যুদ্ধ করে? এর শেষ কোথায়? কতটা বিপদের সামনে দাঁড়িয়ে পৃথিবী? সেই উত্তর খুঁজতেই বিশেষজ্ঞদের মতামত সহ TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘দুই লড়াইয়ের লাভ-লোকসান’। ২৯ জুন ২০২৫, রবিবার, রাত ১০টায়।
TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘দুই লড়াইয়ের লাভ-লোকসান’…..।

More from InternationalMore posts in International »
- ‘যুগলবন্দী একাডেমি’র চতুর্থ বর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠান….।
- স্বামী প্রনবানন্দ মহারাজের আবির্ভাব বর্ষে ১৩০ নদীর পবিত্র জল দিয়ে মহাভিষেক,আনন্দে ভাসল এলাকা….।
- নারায়ণা হেলথ, বেঙ্গালুরু কর্তৃক কলকাতায় থ্যালাসেমিয়া রোগীদের জন্য পূর্ব ভারতের অন্যতম বৃহত্তম এইচএলএ টেস্টিং ক্যাম্পের আয়োজন….।
- বিধাননগরের বিভিন্ন প্রান্তের নাগরিকদের নিয়ে অনুষ্ঠিত হল সিটিজেনস মিট….।
- চলছে এখন এস,আই,আর(SIR)…।
- যুবভারতীতে বেটন কাপে চ্যাম্পিয়ন সেনা দল….।
More from T VMore posts in T V »












Be First to Comment