—————–মানুষেরই হোক জয়!—————–
অশোক ব্যানার্জী-
বিশ্ব যেদিন প্রলয় মুক্ত
হবে, সেই দিন দু’হাত যুক্ত
করে সব্বাই শপথ নাও।
মানবিকতার জয় গান গাও
মানুষেরই হোক জয়।
নেই আর সংশয়,
মানুষ ই শ্রেষ্ঠ, মানুষ ই মহান,
ভুলে ভেদাভেদ, সব অভিমান,
সারা দিনরাত করে প্রাণপাত
প্রতিজ্ঞা বদ্ধ করে দুই হাত
সেবা করে গেল যারা
মানুষ ই তো ছিল তারা।
পুলিশ প্রশাসন, ডাক্তার, নার্স,
মানুষ কে বাঁচাতে তাদের প্রয়াস
চির স্মরনীয় হয়ে
চির দিন যাবে রয়ে।
সেই দিন আমি বিষ্মিত হয়ে
দেখেছি চমৎকার
মানুষ আর ঈশ্বর যেন
মিলেমিশে একাকার।
সেই মানুষকে প্রণাম জানাই,
জানাই আমি সেলাম,
মহাসংকটে মানুষকে যেন
ঈশ্বর রূপে পেলাম।
Be First to Comment