Last updated on May 26, 2025
গোপাল দেবনাথ : কলকাতা, ২৫ মে, ২০২৫। রবিবার সন্ধ্যায় তপসিয়ার মঙ্গলম ব্যাংকোয়েট অনুষ্ঠিত হলো এন এফ আই টি ইউ এর রাজ্য কমিটির এক্সিকিউটিভ বডির মিটিং। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ফ্রন্ট অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নস এর সর্বভারতীয় সভাপতি ডঃ দীপক জয়সোয়াল।
এই সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি শ্রী বুম্বা মুখার্জীর নেতৃত্বে আজকের সভাটি সংগঠিত হয়।
উপস্থিত ছিলেন এস কে আব্দুল সেলিম, আদিত্য পোদ্দার, ধ্রুবজ্যোতি মিশ্র, সব্যসাচি চক্রবর্তী, ধীরাজ গিরি, শুভাশীষ গুহ, আলতামাস শামসি, মধুসূদন পাল, সালমান খান, বরিষ্ঠ সাংবাদিক গোপাল দেবনাথ সহ পশ্চিমবঙ্গ তথা কলকাতার সদস্যবৃন্দ।
সর্বভারতীয় সভাপতি ডক্টর দীপক জয়সোয়াল উপস্থিত নেতৃবৃন্দ কে আহ্বান করেন সারা ভারতের প্রকৃত বঞ্চিত শ্রমিকদের স্বার্থে এবং শ্রমিকদের ন্যূনতম পারিশ্রমিক (বেতনের) দাবিতে আমাদের এই লড়াই আন্দোলন চলছে এবং চলবে।
তিনি মনে করিয়ে দেন বিগতদিনে শ্রমিক আন্দোলনের বুনিয়াদ এই বাংলায় রচনা হয়েছিল, আগামী দিনে আমরা সকলে মিলে এই লড়াই চালিয়ে যাবো।
আগামী দিনে আমরা আরো জোরদার করব আমাদের এই লড়াই আন্দোলন। পশ্চিমবঙ্গে কয়লা খনি থেকে শুরু করে সমস্ত স্তরে শ্রমিক স্বার্থে জনতার স্বার্থে আমাদের সংঘবদ্ধ লড়াই আন্দোলন জারি থাকবে। এদিনের অনুষ্ঠান মঞ্চে ড. দীপক জয়সোয়াল কে সংগঠনের রাজ্য সভাপতি বুম্বা মুখার্জী সহ অন্যান্য ব্যক্তিবর্গ পুষ্পস্তবক ও ফুলের মালা দিয়ে সংবর্ধনা জানান।
অনুষ্ঠান শেষে সকলকে ধন্যবাদ জানান NFITU রাজ্য সভাপতি বুম্বা মুখার্জি।
Be First to Comment