*বিশ্ব মাতৃ দিবসে মা-দের প্রতি এক বিশেষ শ্রদ্ধাঞ্জলি !*
নিজস্ব প্রতিনিধি : দক্ষিনেশ্বর, ১১ মে, ২০২৫। বিশ্ব মাতৃ দিবসে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স রবিবার, ১১ মে, ২০২৫ তারিখে দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ, আদ্যাপীঠে ‘শ্রীচরনেষু মা‘ অনুষ্ঠানটির আয়োজন করেন।
‘শ্রীচরনেষু মা‘, আসলে এক বিশেষ মাতৃ দিবস উদযাপন, মাতৃত্ব কে শ্রদ্ধাঞ্জলি জানানোর এক আন্তরিক প্রয়াস। এটি এমন এক উদ্যোগ যা সমস্ত সম্পর্কের মধ্যে শ্রেষ্ঠ সম্পর্ক মাতৃত্ব কে সম্মান জানানোর জন্য, তাদের চরনে হাত দিয়ে প্রণাম জানানোর মতো এক ঐতিহ্য।
এই বছরের উদযাপনটি মায়েদের থাকার জায়গা দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ, আদ্যাপীঠ এ আয়োজন করা হয়েছিল।
এই অনুষ্ঠানটি সেই সব মায়েদের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে যারা এখন জীবনের সায়াহ্নে এসে পৌছেছেন, যাদের এই সময়টা অনেক ভালোবাসা ও যত্নের প্রয়োজন হয়। তাই তাদের জন্য অনেক ভালবাসা, উপহার ও আনন্দ দিয়ে ভরিয়ে তোলা হয়েছিল। সাথে এই প্রতিশ্রুতিও দেওয়া হয় যে আজকের মতো প্রতি মাসে যোগা গুরু যোগীবিশ্ব-র সাহায্যে মা দের সুস্থ ও আনন্দে রাখার প্রয়াস নেওয়া হবে।
আদ্যাপীঠ এর প্রাণ পুরুষ ব্রহ্মচারী মুরাল ভাই ও দীপা মা আজকের অনুষ্ঠানে আশীর্বাদক রূপে উপস্থিত ছিলেন। তাদের মাতৃ আলোচনা সবাইকে ভাবুক করে তোলে। মুরাল ভাই ও দীপা মা, দুজনেই শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের এই উদ্যোগের ভূয়সী প্রসংশা করেন এবং এই প্রয়াসের ধারাবাহিকতা রাখার কথা বলেন। মুরাল ভাই বলেন ,” মাতৃঋণ কখনও শোধ করা যায় না , স্বীকার করা যায় । শ্রীচরণেষু মা হলো মাতৃঋণ স্বীকার করার প্রয়াস । শ্যাম সুন্দর কোং জুয়েলার্স কে অনেক শুভেচ্ছা আদ্যাপীঠ এর মাতৃ মন্দিরে মা দের সুস্থতা ও আনন্দের জন্য এই ধরনের প্রয়াস নেবার জন্য ।”
অনুষ্ঠানে ব্রহ্মচারী মুরাল ভাই ও দীপা মা শুভ হাত দিয়েই শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের মাতৃ দেবী বেলা সাহা-র আবক্ষ মূর্তির শুভ উন্মোচন হয়।
তারপর প্রখ্যাত যোগা বিশেষজ্ঞ যোগীবিশ্ব মা দের সুস্থ থাকার প্রক্রিয়া দেখিয়ে দেন ও বিশেষ থেরাপি র মাধ্যমে মা-দের শারীরিক ব্যথা বেদনা কমানোর প্রয়াস নেন।
এদিন মায়েদের মুখের যে দীপ্তি ফুটে উঠেছিল তাদের মনের ও হৃদয়ের সমস্ত আনন্দকে প্রতিফলিত করছিল।
দীপা মা বলেন, ‘মায়েরা আমাদের এই পৃথিবীতে নিয়ে আসেন। মায়ের প্রতি যত্ন নেওয়া প্রতিটি ছেলে ও মেয়ের দায়িত্ব। বিশেষ করে এমন বয়সে যখন তিনি নিজেকে সামলাতে পারেন না। শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ‘শ্রীচরনেষু মা’ সেদিক থেকে দেখলে এমনই এক পদক্ষেপ যা মায়েদের মুখে এক রৌদ্রোজ্জ্বল হাসি ফোটাতে পারে যারা এখন জীবন সায়াহ্নে এসে পৌঁছেছেন।’
শ্যাম সুন্দর কোং জুয়েলার্স- এর ডিরেক্টর রূপক সাহা বলেন, “ ‘শ্রীচরনেষু মা’ মাতৃত্বের প্রতি নিদেদিত এক বিশেষ উদ্যোগ । আমরা সব সময় চেষ্টা করি যাতে সমাজের কাজে লাগতে পারি। সামাজিক কোনো কাজে যখনই কোনো দরকার পড়েছে তখন আমরা পাশে থাকার চেষ্টা করেছি”।’ তিনি আরো বলেন, ‘দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ, আদ্যাপীঠ-এ ‘শ্রীচরনেষু মা’ উদযাপন করতে পেরে খুবই আনন্দ পেয়েছি। কারণ এই উদযাপন মায়েদের মুখে যে হাসি ও দীপ্তি ফুটিয়ে তুলেছে তার চেয়ে এই পৃথিবীতে আর মূল্যবান কিছু নেই।’
শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর ডিরেক্টর অর্পিতা সাহা ও দিদি সুচরিতা রায় উপস্থিত সব মায়েদের উপহার তুলে দেন।
এদিনের কর্মসূচী একসাথে সবাই মিলে প্রসাদ ভোগ গ্রহণের মধ্য দিয়ে শেষ হয় যা এক মিষ্টি সুরের রেশ ছেড়ে যায়।
Be First to Comment