স্টাফ রিপোর্টার : সোনারপুর, ৯ মে, ২০২৫। রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি রাজপুর- সোনারপুর পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডে শুক্রবার সকালে বর্ণাঢ্য প্রভাত ফেরির মাধ্যমে রবীন্দ্র জন্মজয়ন্তী পালন করা হল। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে বর্ণাঢ্য প্রভাত ফেরির আয়োজন করে ২১ নম্বর ওয়ার্ড এডভাইজারি কমিটি। ২১ নম্বর ওয়ার্ডের সুভাষগ্রাম রেল মাঠ থেকে এই বর্ণাঢ্য প্রভাত ফেরির শুভ সূচনা হয়। ২১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সরকারি এবং বেসরকারি স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং গুণী মানুষেরা এই বর্ণাঢ্য প্রভাত ফেরির নেতৃত্বে ছিলেন। উপস্থিত ছিলেন ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিলন সরকার এবং সভাপতি অভিজিৎ রায় সহ এলাকার প্রাক্তন ও বর্তমান শিক্ষক শিক্ষিকারা। এলাকার বহু স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন এই প্রভাত ফেরীতে। ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত নবতারা প্রাথমিক বিদ্যালয়, নবতারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, বিবেকানন্দ বিদ্যানিকেতন, নেতাজি সুভাষচন্দ্র বোস মেমোরিয়াল ইনস্টিটিউট, রামকৃষ্ণ একাডেমি, জেমস পাবলিক স্কুল, কয়েকটি নৃত্য- কলা কেন্দ্র সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা এই বর্ণাঢ্য প্রভাত ফেরিতে অংশগ্রহণ করেন। এলাকার মানুষের মধ্যে উৎসাহ ছিল নজরকাড়া।
বর্ণাঢ্য প্রভাত ফেরির মাধ্যমে রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন…।

More from CultureMore posts in Culture »
- Garden Vareli to Collaborate with ‘My Name is Jaan’ to Celebrate the Legacy of Gauhar Jaan at Kala Mandir…
- আসানসোলে বুম্বা মুখার্জীর জন্মদিনে মানবিক উদ্যোগ নিল অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন….।
- বারাণসীতে স্বামী শিবানন্দ বাবা ১২৯ বয়সে চিরতরে চলে গেলেন…।
- ‘পাগল তোমার জন্য যে’ টেলি ছবিতে মান্না দে স্বয়ং অভিনয় করেছিলেন…।
- দীঘা জগন্নাথধাম মন্দির উদ্বোধনে উপস্থিত হিন্দুমহাসভা, রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর বক্তব্য বাংলায় স্থাপিত হলো সনাতনের ভিত্তিপ্রস্তর….।
- পশ্চিমবঙ্গ সরকারের আমন্ত্রণে দীঘা জগন্নাথধাম মহাযজ্ঞে উপস্থিত থেকে সনাতনের বিজয় ও সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিল হিন্দুমহাসভা….।
Be First to Comment