অশোক ব্যানার্জী : কলকাতা।
————————————-
হুঁশিয়ার হুঁশিয়ার !
সামনে যুদ্ধের পরিস্থিতি
সময় নেইতো আর
ভারত আজ হুঁশিয়ার !
জ্বেলেছে আগুন শত্রুরা ঐ
কাশ্মীরি উপত্যকায়
বেছে বেছে খুন করেছে ওরা
ধর্মের অছিলায়।
হিন্দু নারীর সিঁদুর মুছিয়ে
গর্বের ব্যঙ্গ উক্তি,
“বলগে প্রধানমন্ত্রীকে তোরা
বুঝুক জঙ্গি শক্তি !”
অকারণে এই হত্যা লীলা
ধর্মের জিগির তুলে
পড়শী দেশের জঙ্গি ওরা
ভারত যাবে কী ভুলে?
অপারেশন সিঁদুর, জবাব তারই,
জঙ্গি ঘাঁটি তো শেষ !
অত্যাধুনিক অস্ত্রে ভারত
জবাব দিয়েছে বেশ।
এ জেহাদ ওদের হয়নি তো শেষ
হবেও না কোনো দিন
ওরা জেহাদি, ধর্মান্ধ ওরা
মনুষ্যত্বহীন ।
এখনই সময় সমূলে ওদের
বংশ ধ্বংস করে
ওদের জেহাদ থামিয়ে দেয়া
চিরটা কালের তরে।
ভারত চায় না যুদ্ধ কখনো
হত্যা করতে প্রাণ,
তবু আজ ওদের থামাতে হলে
চাই এই অভিযান।
Be First to Comment