গোপাল দেবনাথ : কলকাতা, ৮ মে, ২০২৫। বৃহস্পতিবার আসানসোল স্টেশন রোডে হাজার হাজার মানুষের ভিড়, অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বুম্বা মুখার্জীর জন্মদিন উপলক্ষ্যে দুঃস্থদের মধ্যে বিতরণ করা হল ছাতা যা তাদের এই গ্রীষ্মের রোদ এবং বর্ষার জল থেকে রক্ষা করবে।
আসানসোল স্টেশন রোডে ১৩ নম্বর মোড়ে আয়োজিত হলো এক ব্যতিক্রমী সামাজিক কর্মসূচি। অসহায় ও দুঃস্থ পথবাসীদের জন্য আয়োজন করা হল শরবত ও ছাতা বিতরণ শিবির এবং এদিন সন্ধ্যাবেলায় আয়োজন করা হল ‘লঙ্গর বা খাদ্য বিতরণ শিবির।
সকাল বেলায় প্রচণ্ড দাবদাহ থেকে রক্ষা করতে শয়ে শয়ে মানুষের হাতে তুলে দেওয়া হল তরমুজ ঠান্ডা শরবত, ফ্রুট জুস সঙ্গে বিতরণ করা হল ছাতা, যাতে গ্রীষ্মের রোদের কষ্ট এবং বর্ষার জল থেকে কিছুটা হলেও সমস্যা লাঘব হয়।
সন্ধ্যাবেলায় দ্বিতীয় ভাগে অনুষ্ঠিত হয় লঙ্গর বা খাবার বিতরণ শিবির, যেখানে শতাধিক মানুষ পেট ভরে আহার সারলেন। এদিন খাবারের তালিকায় ছিল ভাত, ডাল, সবজি ও মিষ্টি।
আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত সাংবাদিকদের বলেন আমাদের চেয়ারম্যান বুম্বা মুখার্জির জন্মদিনে আমরা শুধু কেক কেটে উদযাপন করতে চাইনি, সমাজের প্রান্তিক মানুষদের মুখে হাসি ফোটানোই ছিল আমাদের একমাত্র উদ্দেশ্য। প্রখর তাপে একটু ছায়া আর ঠান্ডা পানীয়ই এদিনের সবচেয়ে বড় উপহার বলে আমরা মনে করি।
বুম্বা বাবুর জন্মদিনকে কেন্দ্র করে এদিন এলাকা জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, ছোট থেকে বড় সবাই অংশ গ্রহণ এই বিশেষ কর্মসূচিতে।
Be First to Comment