Press "Enter" to skip to content

এইচসিএম নেতৃত্ব টিম টাটা হিটাচির উৎপাদন কেন্দ্র পরিদর্শন করলো….।

Spread the love

নিজস্ব প্রতিনিধি : খড়গপুর, ৩ মে, ২০২৫ : হিটাচি কনস্ট্রাকশন মেশিনারির বৈশ্বিক কৌশলে ভারতের গুরুত্বকে আরও একবার প্রমাণ করে, মাসাফুমি সেনজাকি, প্রেসিডেন্ট ও এক্সিকিউটিভ অফিসার, সিওও, এইচসিএম এবং ইতারু নিশিজাওয়া, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও এক্সিকিউটিভ অফিসার, সিটিও এবং আরঅ্যান্ডডি গ্রুপের প্রেসিডেন্ট, এইচসিএম, ৩০ এপ্রিল ২০২৫ তারিখে টাটা হিটাচির খড়গপুরে অবস্থিত অত্যাধুনিক উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেন। তাঁদের সঙ্গে ছিলেন সন্দীপ সিং, ম্যানেজিং ডিরেক্টর, টাটা হিটাচি কনস্ট্রাকশন মেশিনারি কোম্পানি প্রাইভেট লিমিটেড।
এই উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সফরটি নতুন অর্থবছরের সূচনা করে, যার মাধ্যমে ভারতের বাজারে প্রযুক্তিগত সহযোগিতা, পণ্যের উদ্ভাবন ও গ্রাহক-কেন্দ্রিকতাকে আরও জোরদার করার ওপর নতুন করে মনোনিবেশ করা হয়েছে।
পরিদর্শনকালে, নেতৃবৃন্দ টাটা হিটাচির কর্ণাটকের ধরওয়াড় এবং পশ্চিমবঙ্গের খড়গপুরের উভয় উৎপাদন কেন্দ্রে গুরুত্বপূর্ণ অংশগুলি ঘুরে দেখেন। সফরের মধ্যে ছিল অ্যাসেম্বলি লাইন, ফ্যাব্রিকেশন এরিয়া, পেইন্ট শপ ও গুদাম ঘর। তাঁরা প্ল্যান্ট লিডারশিপ টিম, প্রকৌশলী এবং অন্যান্য সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং উৎপাদন উৎকর্ষতা, নিরাপত্তা ও টেকসই চর্চায় বিশ্বমানের অনুশীলনের প্রশংসা করেন। প্রতিনিধি দল স্থানীয় গবেষণা ও উন্নয়ন এবং পণ্যের উন্নয়নে চলমান অগ্রগতি ও পর্যালোচনা করেন।
এছাড়াও, প্রতিনিধিদল ২৯ এপ্রিল কলকাতায় অনুষ্ঠিত একটি গ্রাহক বৈঠকে অংশগ্রহণ করেন, যেখানে তাঁরা খনিশিল্প খাতের গুরুত্বপূর্ণ গ্রাহকদের সঙ্গে সাক্ষাৎ করেন। এই বৈঠকে গ্রাহক সম্পর্ক উন্নয়ন ও খাতভিত্তিক চাহিদা পূরণের ক্ষেত্রে যৌথ প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরা হয়।
এই সফর ডিজিটাল উদ্ভাবন এবং প্রযুক্তি বিনিময়সহ একাধিক ক্ষেত্রে এইচসিএম ও টাটা হিটাচির মধ্যে আরও গভীর সহযোগিতার সম্ভাবনা তৈরি করল।
About Tata Hitachi: Tata Hitachi, one of India’s leading construction machinery companies and largest Hydraulic Excavator company, is a joint venture between Tata Motors and Hitachi Construction Machinery (HCM). The partnership with HCM commenced in 1984 and is today one of the longest-standing JVs in the industry. The company has a manufacturing presence in Dharwad and Kharagpur and over 250 customer-facing touchpoints spread across the country.
Set up in 1961 as the Construction Equipment Business Unit of Tata Engineering and Locomotive Company (TELCO), today, the company boasts a diverse portfolio of Mini Excavators, Construction Excavators, Mining Excavators, Backhoe Loaders, Wheel Loaders, and Dump Trucks, apart from a wide range of Attachments, Parts, and expert Service solutions.
Tata Hitachi is a leader in providing world-class construction equipment to address India’s Infrastructure and Mining needs.

More from InternationalMore posts in International »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *