নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ৩মে, ২০২৫। ২০২৪ সালের ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের শঙ্খনাদ দেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে দিতে উদ্যোগী হয়েছিল কেন্দ্রের শাসকদল বিজেপি। একই ভাবে ৩০ এপ্রিল ২০২৫, বুধবার, অক্ষয়তৃতীয়ার দিন দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনকে রাজ্যের প্রতিটি প্রান্তে ছড়িয়ে দিতে চেয়েছে শাসকদল তৃণমূল। হুবহু পুরীর ধাঁচে জগন্নাথ মন্দির তৈরি হয়েছে দিঘায়। দিঘার জগন্নাথধামের স্থাপত্যশৈলীও চোখ ধাঁধানো। প্রায় ২০ একর এলাকা জুড়ে ২৫০ কোটি টাকা ব্যয় করে তৈরি হয়েছে এই মন্দির। এই মন্দির কি নতুন তীর্থক্ষেত্রে হিসেবে পর্যটক টানবে দিঘায়? নাকি এই মন্দির ঘিরে চলবে রাজনীতি? যেমনটা শুরু হয়েছে। রাজ্যের বিরোধীদলের অভিযোগ সনাতনী ভোটব্যাঙ্ককে টার্গেট করতেই এই মন্দির তৈরি। পাশপাশি উদ্বোধনের দিন দিলীপ ঘোষের উপস্থিতি অস্বস্তি বাড়িয়েছে বিজেপির। রাম মন্দিরের পর আবার নতুন মন্দির রাজনীতি? গ্রাউন্ড জিরোয় TV9 বাংলার রিপোর্টিং সহ বিশেষজ্ঞদের মতামত নিয়ে TV9 বাংলার নতুন সিরিজ ‘দিঘায় এল জগন্নাথ’, ৪ মে ২০২৫, রবিবার, ঠিক রাত ১০ টায়।
TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘দিঘায় এল জগন্নাথ….।

More from GeneralMore posts in General »
- কলকাতায় ন্যাশনাল ফ্রন্ট অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নস এর সর্বভারতীয় সভাপতি কে সম্বর্ধনা…।
- জীবন সংগ্রামের কাহিনী তুলে ধরলেন নির্যাতিতা কিশোরীরা….।
- পাঁশকুড়ায় চুরির অপবাদেই বিষ খেয়ে আত্মহত্যা ক্লাস সেভেনের পড়ুয়ার….।
- রবীন্দ্র জন্মবার্ষিকীতে পরিবেশিত হল গীতিআলেখ্য ‘অন্য রবীন্দ্রনাথ’…।
- রাষ্ট্রসংঘের কাছে স্বাধীন বালোচিস্তানের দাবীতে কলকাতায় অখিলভারত হিন্দুমহাসভার ঐতিহাসিক পথসভা…
- বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনাচক্র ও কলম সৈনিক সন্মাননা প্রদান….।
Be First to Comment