Press "Enter" to skip to content

সহস্রাব্দের সেরা মনীষী বাবা সাহেব আম্বেদকর স্মরণে সারাদিনব্যাপী অনুষ্ঠান…।

Spread the love

গোপাল দেবনাথ : কলকাতা, ১৩ এপ্রিল, ২০২৫। সহস্রাব্দের সেরা মনীষী বাবাসাহেব আম্বেদকর এর স্মরণে সারাদিনব্যাপী অনুষ্ঠান আগামী ১৪ এপ্রিল সোমবার ২০২৫ আয়োজিত হবে মধ্য কলকাতার স্বামী বিবেকানন্দ কনফারেন্স হল(রাজ্য যুব কেন্দ্র)। পরিচালনায় আম্বেদকর কালচারাল কলেজ। আয়োজনে নিউ বারাকপুর পিপলস এডুকেশন সোসাইটি এবং নববারাকপুর আম্বেদকর ফাউন্ডেশন। সহযোগিতায় বাঙালি বিশ্বকোষ ও পশ্চিমবঙ্গ সরকার। আম্বেদকর কালচারাল কলেজের সম্পাদক দিলীপ বিশ্বাস বলেন এই সারাদিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আদ্যাপীঠের সম্পাদক মুরালভাই, মমতা বালা ঠাকুর, আচার্য পৃথ্বীরাজ সেন, পদ্মশ্রী রতন কাহার, পদ্মশ্রী গোকুল চন্দ্র দাস, ডঃ রতনশ্রী মহাথের, স্বামী সর্ব সুখানন্দ, অভিজিৎ মন্ডল ও দানবীর অমরচাঁদ কুন্ডু সহ বিশিষ্টজন। সারাদিনব্যাপী অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রের গুণীজনদের সম্বর্ধনা ও বিশেষ আলোচনা চক্র আয়োজিত হবে। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মনোরঞ্জন ব্যাপারী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুকুল চন্দ্র বৈরাগ্য। দিলীপবাবু বলেন মোট ১৩টি বিভাগে বিশিষ্টজনদের সম্মানিত ও সম্বর্ধিত করা হবে। যেমন আম্বেদকর আচার্য সমাজ, আম্বেদকর স্মৃতি স্বর্ণ পদক, গৌতম বুদ্ধ স্মৃতি স্বর্ন পদক, গুরুচাঁদ স্মৃতি স্বর্ণ পদক, কাজী নজরুল স্মৃতি স্বর্ণ পদক, মহাপ্রাণ স্মৃতি স্বর্ণ পদক, কৃত্তিবাস স্মৃতি স্বর্ন পদক, সমাজ রত্ন, সাহিত্যিক রত্ন, কবি রত্ন, সাংবাদিক রত্ন এবং শ্রেষ্ঠ সমাজ সেবক।

More from CultureMore posts in Culture »
More from InternationalMore posts in International »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.