নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ১২ এপ্রিল, ২০২৫। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে কৃষ্ণেন্দু ও রিনা ব্রাউনের অবিস্মরণীয় প্রেমের উপন্যাস সপ্তপদী রচনা করেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। পরবর্তীকালে ১৯৬১ সালে বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক অজয় কর পরিচালনা করেন সপ্তপদী সিনেমাটি। অভিনয় করেছিলেন মহানায়ক উত্তম কুমার ও সুচিত্রা সেন। এই বছর মহানায়ক উত্তম কুমারের প্রাক জন্মশতবর্ষ এবং বিশিষ্ট পরিচালক অজয় কর এর জন্মশতবর্ষে শ্রদ্ধা জানিয়ে নাট্যশাস্ত্রম নিবেদিত ট্রাইকালার প্রোডাকশন প্রযোজিত নাটক সপ্তপদী। অনুষ্ঠিত হবে আগামী রবিবার ১৩ ই এপ্রিল ২০২৫ একাডেমি অফ ফাইন আর্টসে। নাটকটিতে অভিনয় করছেন দুলাল লাহিড়ী, দোলন রায়,নদী রায়, অর্পিতা কাজী, অঙ্কন ধর,কৌশিক ভট্টাচার্য্য , অর্পিতা নন্দী ,প্রসূন ভট্টাচার্য্য ,সৈকত গাঙ্গুলী, সুমন দাস, অমিত বিশ্বাস ও অর্পণ ভট্টাচার্য্য ।
রিনা ব্রাউনের ভূমিকায় পায়েল সরকার এবং কৃষ্ণেন্দুর ভূমিকায় দীপ ভট্টাচার্য্য।
নাটকটি পরিচালনা করেছেন বিশিষ্ট নাট্যকার মাননীয় শ্রী উজ্জ্বল চট্টোপাধ্যায়।
Be First to Comment