ডাঃ দীপালোক বন্দ্যোপাধ্যায় : কলকাতা, ৩১ মার্চ, ২০২৫।
সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা বা ঈদ মোবারক ৷
এক মাস সিয়াম সাধনার বিশেষ দুদিন ‘শব এ কদর ‘ বা ‘লায়লাতুল কদর ‘ , রমজানের শেষ শুক্রবার ‘জামাতুল বিদার পর ইসলামী বর্ষপঞ্জীর দশম বা শাওয়াল মাসের এক ফালি চাঁদ দেখা গেল অর্থাৎ আসলো “ঈদ ঈল ফিতর ” ৷ ধ্বনি উঠছে সর্বত্র “উঠলো বাঁকা চাঁদ , মেলে দিলাম দু’হাত !”
ঈদ মানে খুশীর জোয়ার , সহমর্মিতা ও সহযোগিতার অপূর্ব বন্ধন ৷ সব বিভেদ দূর হয়ে সমগ্র মানব জাতির মধ্যে এই উৎসব খুশীর বন্যা নিয়ে আসুক ৷ ঈদ মোবারক বলে ঈদুল ফিতর ও ঈদুল আজহায় পরস্পরকে শুভেচ্ছা জানানো হয় ৷ আরবী ” ঈদ” এর দু’টি অর্থ আনন্দ আর উদ্ যাপন ৷ ” মোবারক” মানে কল্যাণময় ৷ অর্থাৎ, আনন্দ উদযাপন কল্যাণময় হোক ৷ তবে, হজরত মহম্মদ তাঁর সঙ্গী( সাহাবী) দের বলতেন ” তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম ” বাংলা করলে হয় আল্লাহ আমাদের বা আপনাদের তরফ থেকে কবুল করুন ৷
ঈদ- উল – ফিতর মানেই” ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশীর ঈদ / তুই আপনারে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ ” বেজে উঠছে প্রতিটি মহল্লায় ৷
নজরুলের আরেকটি গানও ” পথে পথে আজি হাঁকিব , বন্ধু ঈদ মোবারক , আসসালাম ” !
মুসলিম উম্মাহ্ র প্রধান দুটি উৎসবের মধ্যেও প্রধান “ঈদ উল ফিতর” ৷ ইসলামের চতুর্থ স্তম্ভ সাওম পালনের পর অর্থাৎ একমাস সারা দিন খাদ্য – পানীয় না খেয়ে রোজা পালনের পর আসে এই খুশীর পরব ৷ দীর্ঘ একমাস সিয়াম ও কিয়ামের
মধ্যে দিয়ে মানুষ হয়ে ওঠে ধৈর্যশীল , সংযমী , উদার ও মানবিক ৷ মন হয় আল্লাহ্ ( ঈশ্বর ) মুখী ৷
হজরত মহম্মদ তাই বলেছেন এক মাস সংযম পালনের পর রোজাদাররা হয় নিষ্পাপ শিশুর মত পবিত্র ৷ ১২ বছরের উপরের সব মুসলমান ছেলে মেয়ের জন্য “রোজা” ফরজ (অবশ্য পালনীয় – কোরানের সুরা বাকারার ১৮৩ নম্বর আয়াত)৷
রোজা শেষে রোজ সন্ধ্যায় ” ইফতারের ” মধ্যে দিয়ে খেতে হয়৷ শেষ খাওয়া “সেহরী ” হয় শেষ রাতে ৷ শিখ ছাড়া প্রায় প্রতিটি ধর্মে উপবাসকে পবিত্র ভাবা হয়েছে ৷ যেমন ৩ মার্চ বুধবার থেকে শুরু হয়েছে খ্রিস্টানদের ৪০ দিন ব্যাপী “লেন্ট” বা ‘আস -সাওম – উল – আরবাইন নামের উপবাস পালন ৷ একবার পুরো পেট খেয়ে উপবাসে থেকে কখনো আরো দুবার হাল্কা কিছু খেয়ে যিশুর ক্রুশ বিদ্ধ হওয়ার আগের চল্লিশ দিন উপবাসের ও ত্যাগের স্মরণে বিশ্ব ব্যাপী অসংখ্য খ্রিস্ট ধর্মাবল্মবী মানুষ গুড ফ্রাইডে পর্যন্ত উপবাস পালন করেন ৷ এই নিরামিষ খায় ৷ খ্রিস্ট ও ইসলাম ধর্ম আসার আগেও উপবাস প্রচলিত ছিল ৷ হিন্দুরা একাদশী , প্রদোষ , পূর্ণিমা , অমাবস্যা , ছট পূজা , মহাশিবরাত্রি , নবরাত্রি , আয়াপ্পা পূজা সহ সোমবার শিবের জন্য , মঙ্গলবার শক্তিদেবী মারিয়াম্মানের , বৃহস্পতিবারে বিষ্ণুর এবং শনিবার আয়াপ্পার জন্য নানা কারণে উপবাস করেন ৷ তবে শ্রীবিদ্যায় তন্ত্র মতে পিতামাতার মৃত্যুদিন ছাড়া উপবাস করতে মানা করা হয়েছে ৷ বলা হয়েছে কেউ ক্ষুধার্ত থাকলে দেবীও ক্ষুধার্ত থাকেন ৷ ইহুদীরা রশ হাশানাহতে ( ওদের নববর্ষ) এবং ইয়ম কিপুর বা প্রায়শ্চিত্তের দিনে সূর্যাস্ত থেকে পরবর্তী সূর্যাস্ত পর্যন্ত একটানা ২৫ ঘন্টা উপবাস করেন ৷ বাহাই ধর্মে ১৫থেকে ৭০ বছর বয়সী সবাইকে( বিশেষ ক্ষেত্র ছাড়া) ২ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত ১৯ দিনের উপবাস পালন করতে হয় ৷ জৈন ধর্মে কঠোর অহিংসা অর্জনের জন্য ৪০ দিনের দীর্ঘ উপবাসের বিধান আছে ৷ বৌদ্ধরা বিনয়নীতি অনুসরণে দুপুরের আহারের পর উপবাস করেন ৷ অষ্টবিধান অনুসারে সপ্তাহের একটি দিন এবং বজ্রযান বৌদ্ধরা নুয়াং নে অনুসরণে উপবাস করেন ৷ পারসিকরা পাঁচসালা , প্রাচীন গ্রীকগণ হিসমোফেরিয়া উপবাস করতেন ৷ ইয়েজেদিরা ডিসেম্বর মাসে তিন দিন রোজা রাখে ৷ শিখরা স্বাস্থ্যগত কোন চিকিৎসা পরামর্শ ছাড়া উপবাস করেন না ৷ মনে করেন তাতে কোন আত্মিক সুবিধা হয় না ৷ ইসলাম ছাড়া কোন ধর্মে সেহরী খাওয়ার বিধান নেই ৷ ঈদের নামাজ ( সালাত) হয় খোলা জায়গায় ” ঈদগায়” ৷ প্রতিটা পুরুষ – জাতি , বর্ণ ,
ধনী , গরিব নির্বিশেষে এক কাতারে দু’ রাকাত
ওয়াজিব নামাজ পড়ে ” ঈদ ” পালন করে ৷ এক মাস রোজা রাখার কঠোর সাধনায় সফল হয়ে খাবারে ও পোশাকে সমৃদ্ধির প্রকাশ করে ঈদের দিন ৷ গরিবদের জাকাত ( সাদাকাতুল ফিত্ র)দেয় ৷ পানাহারের সবকিছু আল্লার দান ৷ রোজা সেই বোধ এনে দেয় ৷ শরীর , মন , জ্ঞান , বুদ্ধি ও বিবেকের উপর রোজায় সংযম সাধিত হয় ৷ পয়লা শাওয়াল ঈদের দিন মানুষ আল্লার মেহমান ৷ এই দিনে তাই সবাইকে আপ্যায়ন ও দাওয়াত দেওয়া হয় ৷আবার একসাথে নামাজ পড়ে ও কুশল বিনিময় করায় সেটা হয় মানবতার জয়গান ,মানুষে মানুষে সৌর্হাদ্য ও সংহতির প্রকাশ ৷ আবার ঈদের নামাজের সময় তাকবীরে আল্লাহু আকবর বলে কান পর্যন্ত হাত তুলে স্রষ্টার প্রতি আত্মসর্মাপন করতে হয় ৷এই দিন সবার গায়ে থাকে “খুশবু ” ৷ বু মানে গন্ধ আর খুশ যা আনন্দিত করে যে গন্ধ তাই “খুশবু” ৷ এদিন সবাই “বাবু” ৷ “বু” সুগন্ধের সঙ্গে থাকে যে “বা” সেই তো “বাবু” ৷ নামাজের আজান শুধু শোনার নয় ৷ অপূর্ব মধুর সে আওয়াজ ! নামাজ দেখারও ৷ তার জনবিন্যাস ও মানববন্ধন ঐক্যলালিত সৌন্দর্যের তরঙ্গ ৷ মহম্মদের প্রিয় তিনটি জিনিস – নামাজ , নারী ও সুগন্ধ ৷ “ওহি ” মানে প্রত্যাদেশ , , “এলহাম ” মানে অনুভূতি ৷ওহি রসুল মহম্মদের মাধ্যমে প্রকাশিত প্রত্যাদেশ৷ আর এলহাম ধ্যানীর ধ্যানে প্রকটিত অনুভূতি ৷ আল্লার বাণী হজরতের কাছে যিনি বয়ে আনতেন সেই জিব্রাইল ফেরেস্তার অস্তিত ছিল লাল গোলাপের সুঘ্রাণ ৷ ইসলাম অনাড়ম্বর ধর্ম হলেও পরিষ্কার পরিচ্ছন্নতার উপর জোর দিয়ে বলেছে তা ঈমানের অঙ্গ ৷ খালিগায়ে নামাজ পাঠ কে বলেছে “মকরুহ” ৷ যা অনুচিত ৷ তাই নতুন বা পরিচ্ছন্ন জামা কাপড় পরে ঈদের নামাজে সবাই অংশ নেবে ৷ আমার মুসলিম বন্ধুদের জানাই আমার ” ঈদ মোবারক”!
ঈদ মোবারক….। ঈদ মানে খুশীর জোয়ার, সহমর্মিতা ও সহযোগিতার অপূর্ব বন্ধন…. ৷

More from CultureMore posts in Culture »
- নব্বই বছর বয়স পেরিয়েও লোক সঙ্গীতের ঐতিহ্য প্রসারে ব্যস্ত বাউল সম্রাট পূর্ণচন্দ্র দাস…।
- উৎকর্ষে আরোহণ ও সন্তোষপুর আদি সর্বজনীন দুর্গোৎসব কমিটি সুন্দরবনের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ালো….।
- Brilliance Beyond Books: iLEAD to Honour the Brightest Minds….
- শান্তি নিকেতনে বৈশাখী- জ্যৈষ্ঠ অনুষ্ঠান….।
- হিন্দু ধর্ম মতে কালী বা কালিকা হচ্ছেন শক্তির দেবী…।
- Sad demise of Dr. Saroj Ghose, Founding Director General, NCSM….
More from InternationalMore posts in International »
- টুটুদা দাঁড়ালে আমি লড়াইতে থাকব না। তবে শর্ত আছে তিনি মাঝ পথে ছেড়ে দিয়ে ছেলেকে বসাতে পারবেন না….।টুটুদা দাঁড়ালে আমি লড়াইতে থাকব না। তবে শর্ত আছে তিনি মাঝ পথে ছেড়ে দিয়ে ছেলেকে বসাতে পারবেন না….।
- আয়কর ভবনে আয়কর বিভাগের কর্মীদের জন্যে চক্ষু চিকিৎসা শিবির….।
- নৈহাটি ব্রাত্যজন পরিবেশিত “দায়বদ্ধ”: কর্তব্য, দ্বিধা ও নিষ্ঠার এক টানটান নাট্যভাষ্য, নির্দেশনায় অরিত্র ব্যানার্জী.….।
- নব্বই বছর বয়স পেরিয়েও লোক সঙ্গীতের ঐতিহ্য প্রসারে ব্যস্ত বাউল সম্রাট পূর্ণচন্দ্র দাস…।
- ফোর্থ স্টেট আয়রন লিফটিং বডি বিল্ডিং ও ডান্স চ্যাম্পিয়নশিপ ২০২৫…।
- উৎকর্ষে আরোহণ ও সন্তোষপুর আদি সর্বজনীন দুর্গোৎসব কমিটি সুন্দরবনের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ালো….।
Be First to Comment