নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ২১ মার্চ, ২০২৫। আজ বিশ্ব কবিতা দিবস। শুক্রবার, ২১ মার্চ ২০২৫ –এ সাহিত্য অকাদেমি তার ওয়েবলাইন সাহিত্যমালার অধীনে অনলাইনে এক বহুভাষিক কবি সম্মেলনের আয়োজন করে। উপলক্ষ্য ছিল বিশ্ব কবিতা দিবস। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন সাহিত্য অকাদেমি পূর্বাঞ্চলের ভারপ্রাপ্ত আধিকারিক ক্ষেত্রবাসী নায়ক। অনুষ্ঠানে কবিতা পাঠে অংশগ্রহণ করেন বিশিষ্ট অসমীয়া কবি বর্ণালী বরগোহাইন, বাংলা কবি অর্ণব সাহা, বোড়ো কবি রশ্মি চৌধুরী, মৈথিলী কবি নিবেদিতা ঝা, মণিপুরী কবি দেবদাস মইরেমবাম, নেপালী কবি লক্ষ্মণ অধিকারী, ওডিয়া কবি শশীভূষণ বিসওয়াল এবং সাঁওতালী কবি ভূজঙ্গ টুডু। সকলে মূল ভাষায় কবিতা পড়ার পাশাপাশি কবিতাগুলির ইংরেজি/হিন্দি অনুবাদও পড়েন। অনুষ্ঠানের শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন সাহিত্য অকাদেমির কার্যক্রম আধিকারিক অভিষেক রথ।
সাহিত্য অকাদেমির ওয়েবলাইন সাহিত্যমালার অধীনে আয়োজিত হলো বহুভাষিক কবি সম্মেলন…।

More from CultureMore posts in Culture »
- Garden Vareli to Collaborate with ‘My Name is Jaan’ to Celebrate the Legacy of Gauhar Jaan at Kala Mandir…
- বর্ণাঢ্য প্রভাত ফেরির মাধ্যমে রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন…।
- আসানসোলে বুম্বা মুখার্জীর জন্মদিনে মানবিক উদ্যোগ নিল অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন….।
- বারাণসীতে স্বামী শিবানন্দ বাবা ১২৯ বয়সে চিরতরে চলে গেলেন…।
- ‘পাগল তোমার জন্য যে’ টেলি ছবিতে মান্না দে স্বয়ং অভিনয় করেছিলেন…।
- দীঘা জগন্নাথধাম মন্দির উদ্বোধনে উপস্থিত হিন্দুমহাসভা, রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর বক্তব্য বাংলায় স্থাপিত হলো সনাতনের ভিত্তিপ্রস্তর….।
More from InternationalMore posts in International »
- কন্যাশ্রী কাপে ইস্টবেঙ্গলের বড় জয়….।
- বন্ধন লাইফের ইউলিপ প্লাস-এ পেয়ে যাবেন প্রায় ৫০ গুণ পর্যন্ত লাইফ কভার এবং বাজার-সংযুক্ত সম্পদ বৃদ্ধির সুযোগ….।
- হিন্দু নারীর সিঁদুর মুছিয়ে গর্বের ব্যঙ্গ উক্তি, “বলগে প্রধানমন্ত্রীকে তোরা বুঝুক জঙ্গি শক্তি”….!
- আসানসোলে বুম্বা মুখার্জীর জন্মদিনে মানবিক উদ্যোগ নিল অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন….।
- এইচসিএম নেতৃত্ব টিম টাটা হিটাচির উৎপাদন কেন্দ্র পরিদর্শন করলো….।
- বারাণসীতে স্বামী শিবানন্দ বাবা ১২৯ বয়সে চিরতরে চলে গেলেন…।
More from PoemMore posts in Poem »
- হিন্দু নারীর সিঁদুর মুছিয়ে গর্বের ব্যঙ্গ উক্তি, “বলগে প্রধানমন্ত্রীকে তোরা বুঝুক জঙ্গি শক্তি”….!
- কলকাতায় আম্বেদকর স্মরণে গুণীজন সম্বর্ধনা ও বিশেষ আলোচনা চক্র….।
- পালক ঝরার মত খসে পড়বে মেকি শুভাকাঙ্খী, ভন্ড আত্মীয়, বন্ধু….।
- একুশে ফেব্রুয়ারী….।
- সাগর মণ্ডলের কবিতা সংকলন “Where the Light Finds Me” প্রকাশিত হল….।
- উত্তর কলকাতার বিধান শিশু উদ্যানে স্মরণিকা প্রকাশ ও গুণীজন সংবর্ধনা…
Be First to Comment