বিশেষ প্রতিনিধি : ভুবনেশ্বর, ৬ মার্চ, ২০২৫। ২১ এপ্রিল থেকে পঞ্চম সুপার কাপ শুরু হবে। মোট ১৬টা দল যোগ দেবে। যারমধ্যে আইএসএল খেলা ১৩টি দলের সঙ্গে খেলতে নামবে আই লিগের তিনটে দল। সুপার কাপ বিজয়ী দল খেলতে পারবে এএফসি চ্যালেঞ্জ লিগ-২-র প্লে অফে। যদিও ফাইনালের তারিখ এখনও ঘোষণা করেনি ফেডারেশন। আইএসএলে খেলা দলগুলি এর আগে যতবার সুপার কাপ হয়েছে ততবারই চ্যাম্পিয়ন হয়েছে। প্রথমবার সুপার কাপ হয়েছিল ২০১৮ সালে। সেবার শ্রেষ্ঠত্বের শিরোপা জিতেছিল বেঙ্গালুরু। তারপরের বার জেতে এফসি গোয়া। মাঝে দু-বছর হয়নি কোভিডের জন্য। ফের শুরু হয় ২০২৩ সাল থেকে। সেবার জিতেছিল ওড়িশা এফসি। বাংলার দল হিসেবে একমাত্র সুপার কাপ জিতেছে ইস্টবেঙ্গল। গতবার লাল-হলুদ বাহিনি ফাইনালে হারিয়ে ছিল ওড়িশাকে।
এবারও ইস্টবেঙ্গল সুপার কাপ ধরে রাখতে মরিয়া। কোচ অস্কার ব্রুজো জানিয়ে দিয়েছেন, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ও সুপার কাপকে পাখির চোখ করে তাঁরা এগোচ্ছেন। এখন যা পরিস্থিতি তাতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ইস্টবেঙ্গলের আশা প্রায় শেষ। এবার দেখার সুপার কাপে গতবারের ধারাবাহিকতা বজায় রাখতে পারে কীনা।
“
Be First to Comment