নিজস্ব প্রতিনিধি : কাশীপুর, ৫ মার্চ, ২০২৫। এদিন সভাপতি বিশ্বনাথ সরকার বলেন অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, কাশীপুর গুরুজন স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে সম্পূর্ণ বিনা মূল্যে ডিলাক্স বাসে শুরু হলো সিনিয়র সিটিজেনদের পুরী ভ্রমণ। মন্দির নগরি পুরীতে জগন্নাথ মন্দির ছাড়াও আছে অজস্র মন্দির। সঙ্গে সমুদ্রের সৌন্দর্য উপভোগ। সব মিলিয়ে উপভোগ্য এই ভ্রমণ শুরু হয়েছে ৪ তারিখ, মঙ্গলবার বিকেল ৫ টায়। প্রত্যাবর্তন ৮ তারিখ, শনিবার।
এই ভ্রমণ কমিটির প্রধান অতিথি শ্রী অসিত কুমার চ্যাটার্জী, উপদেষ্টা অমিত চক্রবর্তী ও সোমনাথ মেউর, সভাপতি বিশ্বনাথ সরকার। এছাড়াও পৃষ্ঠপোষকতায় আছেন রীনা মন্ডল,ডাঃ টি কে রায়, ডাঃ স্বপন কুমার মন্ডল,সুমন্ত হাজরা, রাখি চক্রবর্তী, মানস কুমার রায়, প্রেমনাথ মেউর, ভোলানাথ কুন্ডু, শম্ভু চৌধুরী, দীপেন কাঁড়ার, তরুণ কুমার মজুমদার,উত্তম কুমার পাঁজা, সঞ্জীব হেম্বরম,সুনীল কুমার রং, তাপস ভদ্র,সঞ্জীব ভদ্র, গোপাল ব্যানার্জী,দিলীপ রায় ও কৌশিক কাঁড়ার।
Be First to Comment