নিজস্ব প্রতিনিধি : বারাসাত, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫। আদিত্য গ্রুপ তাদের ৪১তম প্রতিষ্ঠা দিবস বারাসাত ক্যাম্পাসে ধুমধাম করে উদযাপন করল, স্মরণ করল প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয় ভাস্কর আদিত্যর অনন্য দৃষ্টিভঙ্গি। এই বিশেষ অনুষ্ঠানে কর্মী, পরিবারের সদস্য ও শুভানুধ্যায়ীরা অংশ নেন, যেখানে সাংস্কৃতিক পরিবেশনা, ফ্যাশন শো এবং আবেগপূর্ণ শ্রদ্ধাঞ্জলির মাধ্যমে দিনটি চিহ্নিত করা হয়।
অনুষ্ঠানে নেতৃত্ব দেন সংস্থার চেয়ারম্যান শ্রী অনির্বাণ আদিত্য এবং ভাইস চেয়ারম্যান শ্রী অঙ্কিত আদিত্য, যাঁরা তাঁদের পিতার আকস্মিক প্রয়াণের পর তরুণ বয়সেই ব্যবসার দায়িত্ব নেন। অনুষ্ঠানে অনির্বাণ আদিত্য বলেন, “আমাদের বাবা ১৯৮৪ সালে একটি স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিলেন—মানসম্পন্ন শিক্ষা ও জীবিকার সুযোগ তৈরি করা। আজ আমরা সেই স্বপ্নকে এগিয়ে নিয়ে যাচ্ছি আদিত্য স্কুল অব স্পোর্টসের মতো উদ্যোগের মাধ্যমে, যেখানে শিক্ষার পাশাপাশি খেলাধুলার ওপরও সমান গুরুত্ব দেওয়া হয়। আমাদের ক্রিমজ কনফেকশনারি-ও দ্রুত প্রসার লাভ করছে, যা শীঘ্রই বাংলার ১৫০টি স্টোরে পৌঁছাবে।”
অঙ্কিত আদিত্য তাঁর বক্তব্যে বলেন, “সমষ্টিগত উন্নতি আমাদের প্রধান দর্শন। আমাদের ব্র্যান্ডগুলো নতুন উচ্চতায় পৌঁছাচ্ছে—গ্র্যান্ডলি ইন্টেরিয়র ১ মিলিয়ন রাজস্বের লক্ষ্যে এগোচ্ছে, এমারেল্ড প্রকল্পটি এশিয়া জুড়ে স্বীকৃতি পেয়েছে, আর আমরা চীন ও রাজস্থানেও সম্প্রসারণের পরিকল্পনা করছি।”
পরিচালন অধিকর্তা শ্রীমতি রোশনি আদিত্য আদিত্য গ্রুপের পারস্পরিক সহযোগিতার পরিবেশকে তুলে ধরেন, আর পরিচালক শ্রীমতি রোশনে শ্রেষ্ঠা আদিত্য গ্র্যান্ডলি ও এপিই-র মতো সংস্থার সৃজনশীল উদ্ভাবন নিয়ে আশাবাদী। অনুষ্ঠানে ডিজিটাল স্ট্র্যাটেজি সামলানো এপিই টিমকেও সম্মান জানানো হয়।
নবীন উদ্যোগ ও সম্প্রসারণের প্রতিশ্রুতি নিয়ে আদিত্য গ্রুপ প্রতিষ্ঠাতার স্বপ্নকে এগিয়ে নিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ।
Be First to Comment