গোপাল দেবনাথঃ কলকাতা, ৩ ফেব্রুয়ারী ২০২৫। শহর কলকাতায় ব্রিটিশ আমলের আগে যে কয়েকটি ক্রীড়া এবং সাংস্কৃতিক সংগঠন আছে তাঁদের মধ্যে অন্যতম ঋষিকেশ পার্কের মিলন সমিতি। এই সমিতির কর্মকান্ড গত শতাব্দীতে ১৯২৮ সালে শুরু হয়েছিল। দেখতে দেখতে ৯৭ বছর পূর্ণ করলো। এই মিলন সমিতিতে ফুটবল ক্রিকেট ভলিবল ক্যারাটে এবং যোগব্যায়াম নিয়মিত ভাবে শিক্ষাদান করানো হয়। এ ছাড়াও বাৎসরিক বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে জানালেন সংগঠনের সভাপতি সঞ্জিত মিত্র। এখানে দেবী সরস্বতীর পুজো মহা ধুমধামের সাথে আয়োজন করা হয় বলে জানালেন সংস্থার সম্পাদক উমপতি দত্ত। উমাপতি বলেন সরস্বতী পুজোয় প্রায় দুশোর অধিক মানুষ ভোগ প্রসাদ গ্রহণ করলেন। এদিন সরস্বতী পুজোয় বিভিন্ন বিভাগের ছাত্র ছাত্রী সহ প্রবীণ সদস্যেরা স্বপরিবারে অংশগ্রহণ করেন। ২০২৮ সালে মিলন সমিতির শতবর্ষের উদযাপন সারা বছর ধরে চলবে বলে জানালেন সঞ্জীব বাবু। এখন থেকেই প্রবীণ ও নবীন সদস্যদের উৎসাহ উদ্দীপনা লক্ষ্য গেল।
হৃষিকেশ পার্কের মিলন সমিতির দেবী সরস্বতীর বন্দনা….।

More from CultureMore posts in Culture »
- আলোঝলমল ঐতিহ্য ও আধুনিকতার সংমিশ্রনে সেজে উঠল কলকাতার ৩ নম্বর গভর্নমেন্ট প্লেস এর শতাব্দী প্রাচীন আয়কর ভবন….।
- নব্বই বছর বয়স পেরিয়েও লোক সঙ্গীতের ঐতিহ্য প্রসারে ব্যস্ত বাউল সম্রাট পূর্ণচন্দ্র দাস…।
- উৎকর্ষে আরোহণ ও সন্তোষপুর আদি সর্বজনীন দুর্গোৎসব কমিটি সুন্দরবনের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ালো….।
- Brilliance Beyond Books: iLEAD to Honour the Brightest Minds….
- শান্তি নিকেতনে বৈশাখী- জ্যৈষ্ঠ অনুষ্ঠান….।
- হিন্দু ধর্ম মতে কালী বা কালিকা হচ্ছেন শক্তির দেবী…।
More from InternationalMore posts in International »
- আলোঝলমল ঐতিহ্য ও আধুনিকতার সংমিশ্রনে সেজে উঠল কলকাতার ৩ নম্বর গভর্নমেন্ট প্লেস এর শতাব্দী প্রাচীন আয়কর ভবন….।
- মহারাজা কাশিমবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রছাত্রীদের জন্য নতুন কম্পিউটার ল্যাব….।
- কল্যাণী বিশ্ববিদ্যালয়ে মৎস্যবিজ্ঞান উন্নয়নে মউ স্বাক্ষরিত হল কল্যাণী ও লখনউ-এর মধ্যে তৈরি হবে অভয় পুকুর….।
- টুটুদা দাঁড়ালে আমি লড়াইতে থাকব না। তবে শর্ত আছে তিনি মাঝ পথে ছেড়ে দিয়ে ছেলেকে বসাতে পারবেন না….।টুটুদা দাঁড়ালে আমি লড়াইতে থাকব না। তবে শর্ত আছে তিনি মাঝ পথে ছেড়ে দিয়ে ছেলেকে বসাতে পারবেন না….।
- আয়কর ভবনে আয়কর বিভাগের কর্মীদের জন্যে চক্ষু চিকিৎসা শিবির….।
- নৈহাটি ব্রাত্যজন পরিবেশিত “দায়বদ্ধ”: কর্তব্য, দ্বিধা ও নিষ্ঠার এক টানটান নাট্যভাষ্য, নির্দেশনায় অরিত্র ব্যানার্জী.….।
Be First to Comment