পারিজাত মোল্লা : কলকাতা, ২২ জানুয়ারি ২০২৫। গত ১৯ জানুয়ারি রবিবার সন্ধ্যায় কলকাতার কলেজ স্ট্রিট এলাকায় হিন্দুস্কুল প্রাক্তনীদের উদ্যোগে আয়োজিত পুনর্মিলন উৎসবে উপস্থিত ছিলেন সভাপতি ডাঃ সুকুমার মুখার্জি , হিন্দু স্কুলের প্রধান শিক্ষক প্রাক্তনী শ্রী শুভ্রজিত দত্ত, সহ সভাপতি শ্রী তাপস চক্রবর্তী , সম্পাদক শ্রী অমিতাভ সেন , যুগ্ম সম্পাদক শ্রী সিদ্ধার্থ রায় ও শ্রী সিদ্ধার্থ মুখোপাধ্যায় ।যুগ্ম সম্পাদক শ্রী সিদ্ধার্থ মুখোপাধ্যায় তাঁর স্বাগত ভাষণে সকল প্রাক্তন ছাত্রদের এ্যাসোসিয়েশনে যুক্ত হয়ে কাজ করবার অনুরোধ জানান। প্রতি বৃহস্পতিবার বিকালে ৫.৩০-৭ টা পর্যন্ত স্কুলে এ্যালামনি অফিস খোলা থাকে। প্রায় শতাধিক প্রাক্তন ছাত্র উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে।পার্থ সারথি দাস (১৯৬৪), গৌতম মৌলিক(১৯৭৬), অর্পণ বাগ(২০২৪) , কৌশিক দাস(২০২৩) বক্তব্য রাখেন। সঙ্গীতশিল্পী শ্রী ইন্দ্রনীল বন্দোপাধ্যায় তাঁর সুললিত কন্ঠে সঙ্গীত পরিবেশন করে সকলের মন জয় করে নেন। শ্রী রাজর্ষি রায় সমগ্ৰ অনুষ্ঠান সঞ্চালনা করেন।সকলে মিলে জাতীয় সঙ্গীত পরিবেশন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
হিন্দুস্কুলে প্রাক্তনীদের পুনর্মিলন উৎসব…।

More from GeneralMore posts in General »
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘ট্রাম্প-দখলে ভেনেজুয়েলা’….।
- প্লাস্টিক মুক্ত গঙ্গাসাগর মেলা -২০২৬….।
- কল্পতরু উৎসব – মহাপ্রয়াণের কয়েক দিন আগে কাশীপুর উদ্যানবাটীতে এই দিনেই কল্পতরু হয়েছিলেন শ্রীশ্রীরামকৃষ্ণ….।
- আসন্ন গঙ্গাসাগর মেলায় রেকর্ড ভিড় সামলাতে রাজ্যের ব্যাপক ব্যবস্থা…।
- হিন্দুস্থান ক্লাবে বিশ্ব হিন্দু সনাতন বোর্ড পশ্চিমবঙ্গে নতুন নেতৃত্ব ঘোষণা করল, ঐক্য, সেবা ও অরাজনৈতিক সমাজসেবার অঙ্গীকার পুনর্ব্যক্ত…।
- সুন্দরবনে ড্রোনের মাধ্যমে তাজা মাছ এবার পৌঁছে যাবে শহরে, উন্নয়নের নতুন দিগন্ত খুলে যাবে…।






Be First to Comment