অর্জুন চক্রবর্তী : বিশিষ্ট অভিনেতা ও সংগীতশিল্পী।
দিন টা ছিল অদ্ভুত।
ধোঁয়া কুয়াশার চাদরে মোড়া
বুড়ি কোলকাতা।
আজাদ হিন্দ ঢাবার দরজা
তখনো খোলেনি।
আমরা দুজনে হাঁটতে শুরু করলাম।
কোয়ালিটি।
কোনো দিন মনে হয়নি।
আজ উথলে ওঠে।
আজ এই শীত শীত করা বিকেলের
ওপর ভরসা করে…. শুধু চারটি শব্দ।
“এসো আমার ঘরে এসো”!
আমরা দুজনে আবার হাঁটা শুরু করলাম।
এবার জীবনের আলপথ ধরে।
আজো হেঁটে চলেছি।
দুঃখ আনন্দ আশা হতাশা, সব আছে,
টক ঝাল নোনতা মিষ্টির মত।
তবে তার সঙ্গে আরও একটা জিনিষ আছে।
হ্যাঁ ও আছে, আমি আছি, আমরা দুজনে
দুজনের জন্য আছি।
Be First to Comment