গোপাল দেবনাথ: কলকাতা, ১৫ এপ্রিল ২০২০ আজ সারা বিশ্বের মানুষ প্রায় লকডাউনের জন্য গৃহবন্দি। আমাদের দেশ তথা আমাদের রাজ্যেও একই অবস্থা। আজকের দিনে কারো কোনো রোজগার নেই। মানুষের জীবনে নূন্যতম জীবন ধারণের মত অর্থ ঘরে মজুদ নেই।
যে সমস্ত দিন আনা দিন খাওয়া মানুষ অভাবের তাড়নায় নিত্য দিনের খাওয়ার সংস্থান করতে পারছেনা, তাদের কষ্টের কথা স্মরণ করে আজ মিলন সমিতি হৃষিকেশ পার্ক এর পক্ষ থেকে কলকাতা সুকিয়া স্ট্রিট,
বিদ্যাসাগর স্ট্রীট সংলগ্ন অঞ্চলে এলাকার দুঃস্থ তথা পরিস্থিতির শিকার, এমন ২৬৫ জন মানুষ কে দুপুরের অন্ন তুলে দিতে পেরে অত্যন্ত তৃপ্তি বোধ করছি।
এই সব কথা জানালেন মিলন সমিতির সম্পাদক উমাপতি দত্ত। এই সেবামূলক কার্যে উপস্থিত ছিলেন ৩৮ নং ওয়ার্ডের কাউন্সিলর শ্রীমতী সাধনা বোস, এই সেবামূলক কার্যে সার্বিক সহযোগীতায় বিদ্যাসগার পার্ক মর্নিং ওয়ারর্কার্স এসোসিয়েশন, বঙ্গীয় তরুণ সমিতি, বাদুড় বাগান পার্ক সংলগ্ন অধিবাসী বৃন্দ এবং মহেন্দ্র শ্রীমানি মার্কেট ব্যবসায়ী সমিতি।
উমাপতি জানালেন আগামী দিনেও এই ধরণের সেবা মূলক কাজ জারি থাকবে।
Be First to Comment