নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ২২ সেপ্টেম্বর ২০২৪। শারদীয়া উৎসবের প্রাক মুহূর্তে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেল-এর পরিচালনায় রবিবার কলকাতায় হলো ‘মেগা ব্লাড ডোনেশন হেল্থ অ্যাণ্ড আই চেক আপ ক্যাম্প ২০২৪’।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ মোঃ নাদিমুল হক, পশ্চিমবঙ্গ সরকারের তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স বিভাগের মন্ত্রী বাবুল সুপ্রিয়, রাসবিহারী বিধানসভা কেন্দ্রের বিধায়ক, কলকাতা পৌরনিগমের মেয়র পারিষদ সদস্য তথা দক্ষিণ কোলকাতা তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস কুমার, পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেল-এর সাধারণ সম্পাদক জুনেইদ খান, রাজ্য সম্পাদক মুরাদ এস মামুদ সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। এইদিন বহু মানুষ স্বেচ্ছা রক্তদানে অংশগ্রহণ করেন। এলাকার পুরুষ মহিলা ধনী দরিদ্র নির্বিশেষে স্বাস্থ্য শিবিরে অংশগ্রহণ করে তাদের সাধারণ স্বাস্থ্যের সাথে চর্মরোগ রক্তের শর্করা পরীক্ষা সহ চক্ষু পরীক্ষা করেছেন। অভিজ্ঞ চিকিৎসকগণ রোগীদের প্রয়োজনীয় ঔষধ দিয়ে দেন।
সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেল-এর সাধারণ সম্পাদক জুনেইদ খান জানিয়েছেন, “চক্ষু পরীক্ষা শিবির থেকে চিহ্ণিত ২৫ জন ব্যক্তির চক্ষু শল্য চিকিৎসার ব্যবস্থা করবে সংগঠন।”
Be First to Comment