নিজস্ব প্রতিনিধি : কানমারি, ২২ সেপ্টেম্বর ২০২৪। সুন্দরবনের কানমারি এলাকায় বিদ্যাধরী নদীতে অনুষ্ঠিত হল বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা।
উত্তর ২৪ পরগনা জেলায় ভারত সেবাশ্রম সঙ্ঘের গ্রামীন সেবাকেন্দ্র কানমারি ভ্রাম্যমান চিকিৎসা পরিষেবা কেন্দ্রের উদ্যোগে এবং স্থানীয় কানমারি মৎস্য বাজার কমিটির যৌথ উদ্যোগে এই অভিনব নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ ও সন্দেশখালি বিধানসভার বিধায়ক সুকুমার মাহাতো । কয়েকশো সুসজ্জিত নৌকায় করে বাইচ প্রতিযোগিতায় অংশ নেন আশপাশের বহু গ্রামের মানুষ। নদীর দুধারে হাজার হাজার মানুষ ভীড় করেন এই প্রতিযোগিতা দেখতে।
ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন বাংলার ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ প্রতিযোগিতাকে তুলে ধরতে আচার্য্য শ্রীমৎ স্বামী প্রনবানন্দজী মহারাজ ধর্মের প্রাণ আচার অনুষ্ঠান ও অনুভূতিই আজ সমগ্র জাতি ধর্ম বর্ণকে মিলিয়ে দিয়েছে এই বিদ্যাধরী নদীবক্ষে। আমরা ভীষণ খুশী। এই অনুষ্ঠান প্রতি বছর মনসা পুজো ও বিশ্বকর্মা পুজোর সময় এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয় বিদ্যাধরি নদীতে। ভারত সেবাশ্রম সঙ্ঘের পক্ষ থেকেও সব ধরনের সহযোগিতা করা হয়।
সুন্দরবনের কানমারীর বিদ্যাধরী নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা….।
More from GeneralMore posts in General »
- Dubai Hosts Global Awards Honouring IT Innovation….
- ২১তম এস বি আই / এস সি/ এস টি এবং ও বি সি এমপ্লয়িজস কাউন্সিলের বার্ষিক অনুষ্ঠান আয়োজিত হলো…।
- অনেক বড় বিপদ থেকে বাঁচাল মনিপাল হসপিটাল, ব্রডওয়ে : রোগীর শ্বাসনালী থেকে বার হল ধাতুর স্প্রিং….।
- Legal Awareness Seminar by Mita Banerjee…
- নারায়ণা হেলথ, হাওড়া, সফলভাবে জীবনরক্ষাকারী হাত পুনঃস্থাপন অস্ত্রোপচার সম্পন্ন করেছে…..।
- Govt Unveils ‘Jalvahak’ To Boost Inland Waterways, Cargo Movement Incentivised on NW1, NW2 & NW16….
Be First to Comment